প্ৰিপেড স্মাৰ্ট মিটারের বিরুদ্ধে শ্রীভূমিতেও কনজুমার্স অ্যাসোসিয়েশনের প্রতিবাদ

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২০ জুন : প্ৰিপেড স্মাৰ্ট মিটার প্ৰত্যাহারের দাবিতে শুক্রবার  অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশনের আহ্বানে অল আসাম ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশনের এর করিমগঞ্জ জেলা কমিটির উদ্যোগে এপিডিসিএল এর করিমগঞ্জ সাব ডিভিশনের সম্মুখে প্রথমে বিক্ষোভ প্রদর্শন করা হয়, স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে এপিডিসিএল প্রাঙ্গণ। বিক্ষোভ প্রদর্শন শেষে এসডিই নিকট স্মারকপত্ৰ প্রদান করা হয়। সংগঠনের করিমগঞ্জ জেলা কমিটির সভাপতি সুনীত রঞ্জন দত্ত, সম্পাদক সুজিৎকুমার পাল প্রমুখ স্মারকপত্ৰ প্রদান করেন।

প্ৰিপেড স্মাৰ্ট মিটারের বিরুদ্ধে শ্রীভূমিতেও কনজুমার্স অ্যাসোসিয়েশনের প্রতিবাদ

স্মারকপত্র প্রদান শেষে বক্তব্য রাখেন সুনীত রঞ্জন দত্ত, সুজিৎ কুমার পাল ও জ্যোতিষ পুরকায়স্থ। বক্তারা বলেন, অসমের জনসাধারণ শুরু থেকেই প্ৰিপেইড স্মাৰ্ট মিটারের বিরোধিতা করে আসছে। স্মাৰ্ট মিটারের বিরুদ্ধে আসামের সৰ্বত্ৰ তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। আসামের প্ৰতিটি স্থানে স্মাৰ্ট মিটারের বিরুদ্ধে জনসাধারণ স্বতঃস্ফূৰ্ত ভাবে রাজপথে বেরিয়ে এসেছে। আমরা অল আসাম ইলেকট্ৰিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গত দু’বছর ধরে এই স্মাৰ্ট মিটার বাতিলের দাবি জানিয়ে আসছি। কিন্তু লক্ষ্য করা গেছে যে, জনগণের তীব্ৰ বিরোধিতাকে গায়ের জোরে অগ্ৰাহ্য করে তাদের ইচ্ছার বিরুদ্ধে সরকার একমাত্ৰ কৰ্পোরেট গোষ্ঠীর স্বাৰ্থে এই স্মাৰ্ট মিটার বসাচ্ছে। বৰ্তমানেও ডিজিটাল মিটার সম্পৰ্কে জনগণের কোনো অভিযোগ নেই। অথচ বেসরকারি কোম্পানির লোকজন ঘরে ঘরে গিয়ে নানা ধরনের ভয় ভীতি দেখিয়ে ছলে বলে কৌশলে গ্ৰাহকদের মতামত না নিয়েই ডিজিটাল মিটার খুলে বিতৰ্কিত স্মাৰ্ট মিটার লাগিয়ে দিচ্ছে। তিনি এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

এ দিনের কার্যসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবব্রত শুক্ল, মনোজ দেব, পৃথ্বিজিৎ দেব, পরিমল চক্রবর্তী, বিষ্ণু দত্ত পুরকায়স্থ,অজয় চৌধুরী, গোপাল চন্দ্র পাল, জ্যোতিষ পুরকায়স্থ, সোহেল আহমদ নোমানী, খালেদ আহমেদ, শিবা দাস।

প্ৰিপেড স্মাৰ্ট মিটারের বিরুদ্ধে শ্রীভূমিতেও কনজুমার্স অ্যাসোসিয়েশনের প্রতিবাদ
Spread the News
error: Content is protected !!