পাথারকান্দি সমজেলা প্রশাসনের উদ্যোগে পালিত হল বিষ্ণু রাভা দিবস

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২০ জুন : সমগ্র রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে শুক্রবার শ্রীভূমি জেলার অন্তর্গত পাথারকান্দি সমজেলাতেও যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হল বিষ্ণু রাভা দিবস। মহান সাংস্কৃতিক পুরুষ, বিপ্লবী, নাট্যকার, সঙ্গীতজ্ঞ ও চিত্রশিল্পী কলাগুরু বিষ্ণু প্রসাদ রাভা-র তিরোধান দিবসকে সামনে রেখে আয়োজিত এই দিনটি পাথারকান্দি সমজেলায় এক বিশেষ তাৎপর্য ধারণ করে।

এই উপলক্ষে শুক্রবার সকালে, অর্থাৎ দিবসটির শুরুতেই, সকাল ৯টায় পাথারকান্দি সমজেলা প্রশাসনের উদ্যোগে বিষ্ণু রাভার ভাবাদর্শ ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে একটি সুসজ্জিত যাত্রা শুরু হয়। বিষ্ণু রাভার প্রতিকৃতি ও তার অনুপ্রেরণাদায়ী সৃষ্টিসমূহ সম্বলিত ব্যানার, বর্ণময় সাজসজ্জা, সাউন্ড সিস্টেম ও তথ্যসমৃদ্ধ প্রচারমূলক বার্তা সহ একটি বিশেষ গাড়ি পাথারকান্দি সমজেলা আয়ুক্ত কার্যালয় থেকে যাত্রা করে।

গাড়িটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত সমজেলা আয়ুক্ত  রংবামন তেরঙ ও বিশিষ্ট প্রবীণ শিক্ষাবিদ শ্যামাপদ দে। তাঁরা সবুজ পতাকা নাড়িয়ে এই যাত্রার সূচনা করেন, যা ছিল এক প্রতীকী যাত্রা—বিষ্ণু রাভার চিন্তাধারা ও আদর্শকে যুব সমাজ ও শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রয়াস।

পাথারকান্দি সমজেলা প্রশাসনের উদ্যোগে পালিত হল বিষ্ণু রাভা দিবস

এই যাত্রা পাথারকান্দি সমজেলার অন্তর্গত একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে পরিদর্শন করে। গাড়িটি পৌঁছে যায় বাজারিছড়া শিবেরগুল মহাবীর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বালিপিপলা হাইস্কুল, চান্দখিরা স্বামী বিবেকানন্দ কলেজ, মডেল হায়ার সেকেন্ডারি স্কুল এবং পাথারকান্দি কলেজে। সেখানে পড়ুয়াদের উদ্দেশ্যে বিষ্ণু রাভার জীবন, সংগ্রাম, সাহিত্যকর্ম ও সাংস্কৃতিক অবদানের ওপর ভিত্তি করে শ্রুতিমধুর ও শিক্ষামূলক বার্তা সম্প্রচার করা হয়। শিক্ষার্থীরা আগ্রহভরে তা শ্রবণ করেন এবং অনেকেই তাঁর রচনার সঙ্গে নতুন করে পরিচিত হন।

পাথারকান্দি সমজেলা প্রশাসনের উদ্যোগে পালিত হল বিষ্ণু রাভা দিবস

দিবসটির দ্বিতীয় পর্বে বিকেলবেলায়, পাথারকান্দি সমজেলা আয়ুক্তের কার্যালয়ে এক গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলাগুরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে তাঁকে গভীর শ্রদ্ধা নিবেদন করেন সরকারি বিভিন্ন দপ্তরের আধিকারিকবৃন্দ, বিশিষ্ট নাগরিক সমাজের প্রতিনিধি ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই অংশটি ছিল এক আত্মিক শ্রদ্ধাঞ্জলির মুহূর্ত।

এরপর বিকেল ৪টায়, নলবাড়ি জেলায় অনুষ্ঠিত রাজ্যের মূল অনুষ্ঠান, যেখানে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা নিজে উপস্থিত ছিলেন, তার সরাসরি সম্প্রচার (লাইভ স্ট্রিমিং) সমজেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে সম্প্রচার করা হয়। এতে উপস্থিত সকলে একযোগে রাজ্যের এই কেন্দ্রীয় অনুষ্ঠান উপভোগ করেন এবং বিষ্ণু রাভার কর্মময় জীবনের ওপর বিশেষ আলোকপাতের সাক্ষী হন।

এই সভায় পাথারকান্দি খণ্ড উন্নয়ন আধিকারিক, পাথারকান্দি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পক্ষে বিপিএম এস. দাস, সার্কেল অফিসার অদিতি নুনিসা,সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। তাঁদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও বর্ণময় ও তাৎপর্যপূর্ণ।

আজকের এই দিনটি শুধু একটি অনুষ্ঠান নয়, বরং এক অনুপ্রেরণার বার্তা বহন করে যেখানে কলাগুরুর জীবনদর্শন, সাংস্কৃতিক অবদান এবং সমাজসেবার প্রতি তাঁর অঙ্গীকার নতুন প্রজন্মের সামনে উদ্ভাসিত হয়।

Author

Spread the News