রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ে ‘সংবিধান কা অমৃত মহোৎসব’ উদযাপন

পিএনসি, হোজাই।
বরাক তরঙ্গ, ২৩ মে : হোজাইর রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ‘সংবিধানের অমৃত মহোৎসব’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করে। ভারতের সংবিধানের ৭৫তম বার্ষিকী উপলক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনার সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক ড. জেসমিন আহমেদ। উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মানবেন্দ্র দত্ত চৌধুরী। সংবিধান প্রণেতা বিআর আম্বেদকরের স্মরণে লণ্ঠন প্রজ্জ্বলনের মাধ্যমে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক মানবেন্দ্র দত্ত চৌধুরী সংবিধানের খসড়া প্রণেতাদের প্রতি শ্রদ্ধা জানান এবং বলেন, ভারতের সংবিধান একটি বিশাল ও বৈচিত্র্যময় জাতিকে পরিচালনাকারী সবচেয়ে প্রাণবন্ত দলিল হিসেবে আবির্ভূত হয়েছে। এটি আমাদের ১৪কোটি  নাগরিকের জীবন ও নিরাপত্তার গ্যারান্টি হিসেবে দাঁড়িয়ে আছে। গত ৭৫ বছরে এটি একটি অতুলনীয় পথপ্রদর্শক শক্তিতে পরিণত হয়েছে যা আমাদের আগামী শতাব্দী ধরে গর্বের সাথে এগিয়ে নিয়ে যেতে পারে। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান ড. প্রেম সাগর প্রসাদের স্বাগত বক্তব্যের মাধ্যমে সেমিনারটি শুরু হয়।

রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ে 'সংবিধান কা অমৃত মহোৎসব' উদযাপন

সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. দিজমণি শর্মা। মোট সাতজন গবেষক শিক্ষার্থী ভারতের সংবিধানের বিভিন্ন দিক নিয়ে অন্তর্দৃষ্টিপূর্ণ প্রবন্ধ উপস্থাপন করেন। এতে সভাপতিত্ব করেন ডঃ পি.সাগর প্রসাদ এবং কো চেয়ারম্যান অক্ষয় জ্যোতি শর্মা। সেমিনারে গবেষণা শিক্ষার্থীসহ প্রায় ১০০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। মিসেস এপ্রিলি টিমুঙপির বক্তৃতা এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

Spread the News
error: Content is protected !!