সুদানে দুই বাহিনীর মধ্যে সংঘাত, নিহত ৬৫

৪ ফেব্রুয়ারি : উত্তর আফ্রিকার দেশ সুদানে সামরিক বাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে সংঘাতের কারণে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে লড়াইয়ের কারণে অন্তত ৬৫ জন নিহত হয়েছে এবং আরও ১৩০ জনের বেশি মানুষ আহত হয়েছে। সোমবার এই সংঘাতের ঘটনায় হতাহতের সংখ্যা আরও বৃদ্ধি পায়, যা আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ সৃষ্টি করেছে।

মঙ্গলবার দেশটির দক্ষিণ ও পশ্চিম অঞ্চলে সংঘর্ষের তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে। বিশেষত, দক্ষিণ সুদানের সাউথ কর্ডোফান প্রদেশে কাদুগলি শহরে গোলাবর্ষণের ফলে অন্তত ৪০ জন নিহত এবং ৭০ জন আহত হয়েছেন।

এদিকে, দারফুরের পশ্চিমাঞ্চলে, বিশেষ করে দক্ষিণ দারফুরের রাজধানী নিয়ালায় সামরিক বিমান হামলায় ২৫ জন নিহত এবং ৬৩ জন আহত হয়েছেন। এই হামলার ঘটনায় আরো ২০ লাখ মানুষ প্রভাবিত হয়েছে, যারা দীর্ঘদিন ধরে আরএসএফের অবরোধের মধ্যে আছেন। নিরাপত্তার কারণে নাম প্রকাশ না করার শর্তে সংবাদমাধ্যম এএফপির এক সূত্র এই তথ্য জানিয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিল থেকে সুদান যুদ্ধের কবলে পড়েছে। দেশটির সেনাবাহিনী এবং র‌্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব চলতে থাকায় এই সংঘাত শুরু হয়।
খবর : দৈনিক ইনক্লাব পত্রিকা ডিজিটাল।

সুদানে দুই বাহিনীর মধ্যে সংঘাত, নিহত ৬৫
সুদানে দুই বাহিনীর মধ্যে সংঘাত, নিহত ৬৫
Spread the News
error: Content is protected !!