অধ্যাপক কমরুল হকের মৃত্যু বার্ষিকীতে বিভিন্ন কর্মসূচি হাতে নিল কমিটি
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৬ অক্টোবর : প্রতিবারের মতো এবারও প্রয়াত অধ্যাপক কমরুল হকের মৃত্যু বার্ষিকী পালন করা হবে। বরাক উপত্যকার বিশিষ্ট শিক্ষাবিদ তথা পাথারকান্দি কলেজ, পাথারকান্দি বিএড, কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রয়াত অধ্যাপক কমরুল হকের ২৬তম মৃত্যু বার্ষিকী আগামী ১৯ শে অক্টোবর। পাথারকান্দিতে অধ্যাপক কমরুল হকের মৃত্যু বার্ষিকী উদযাপন কমিটি ইতিমধ্যে বেশ কিছু কার্যসূচী হাতে নিয়েছে। কার্যসূচীতে রয়েছে ১৯ অক্টোবর সকাল নটায় পাথারকান্দি কলেজ থেকে আছিমগঞ্জের পূর্বগোলস্থিত প্রয়াতের কবরে যাওয়া হবে। সেখানে গিয়ে দোয়া ও পুষ্পার্ঘ্য অর্পন করা হবে। তারপর সেখান থেকে ফিরে এসে পাথারকান্দি সমজেলা আয়ুক্ত কার্যালয়ে যাবেন। সেখানে গিয়ে প্রয়াত অধ্যাপক কমরুল হকের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে সিবিআই তদন্তের দাবিতে সংশ্লিষ্ট আধিকারিকের মাধ্যমে দেশের প্রধান মন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী সহ অন্যান্য দপ্তরের উদ্দেশে স্মারকপত্র প্রেরণ করা হবে।
এরপর কলেজে এক স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হবে। স্মৃতিচারণ সভায় আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বদরপুর নবীনচন্দ্র কলেজের অধ্যক্ষ মর্তুজা হোসেন, সোনাখিরা স্বামী বিবেকানন্দ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হরিপদ দেবনাথ, গৌহাটি হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী আব্দুস সবুর তাপাদার, পাথারকান্দি মডেল হায়ার সেকেন্ডারি স্কুলের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শ্যামাপদ দে সহ বিশিষ্টজনেরা।
উল্লেখ্য, স্মৃতিচারণ সভার শুরুতেই অধ্যাপক কমরুল হকের জীবনী পর্যালোচনা, সমাজের উন্নতিকল্পে তার অক্লান্ত পরিশ্রম ও অবদান নিয়ে ছাত্রদের মধ্যে ‘রচনা প্রতিযোগিতা’ হবে। প্রতিযোগিতায় উত্তীর্ণদেরকে নগদ অর্থ ও অন্যান্য পুরস্কার দিয়ে উৎসাহিত করা হবে। তাই এদিনের কর্মসূচী সফল ও সার্থক করে তোলার জন্য সর্বস্তরের জনসাধারণের উপস্থিতি কামনা করেছেন অধ্যাপক কমরুল হক্বের মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটির পক্ষে মঞ্জুরুল হক, ইমাম উদ্দিন আনসারি, গৌতম দাস, সালিকুজ্জমান প্রমুখ।
প্রসঙ্গত ১৯৯৮ সালের ১৯ অক্টোবর গুয়াহাটি থেকে বিশেষ কাজ সেরে একটি ভ্যান গাড়ি নিয়ে পাথারকান্দির উদ্দেশ্যে রওনা দেন। মেঘালয়ের মালিডহরে এক রহস্যময় সড়ক দুর্ঘটনায় শিক্ষাবিদ অধ্যাপক কমরুল হকের মৃত্যু হয়। দীর্ঘ ২৫ বছর পেরিয়ে গেলেও প্রয়াত অধ্যাপক কমরুল হকের মৃত্যুর রহস্য আজও উদ্ঘাটন হয়নি।