মখাশাহ মোকামের কমিটি বৈধ-অবৈধ নিয়ে চলছে লড়াই

আগের সম্পাদকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৬ ফেব্রুয়ারি : শিলচর ঘনিয়ালা মখাশাহ মামু মোকাম পরিচালন দুই কমিটির মধ্যে কাঁদা ছোড়াছুড়ি অব্যাহত। একে অপরের বিরুদ্ধে অভিযোগ। রবিবার নয়া কমিটি দাবি করে সাংবাদিক সম্মেলন করা সম্পাদক সোজা উদ্দিন লস্করের বিরুদ্ধে এবার সরব হল মূল কমিটি। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে লস্করের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে মোকামকে রাজনৈতিক মেরুকরণ করার প্রচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন  মোকাম পরিচালন কমিটির কর্মকর্তারা। তাঁরা তথ্য সহ বিভিন্ন প্রমাণ তুলে ধরে বলেন, সম্পাদক সোজা উদ্দিন লস্কর লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে পরবর্তীতে কিছু সাঙ্গপাঙ্গদের নিয়ে আলাদাভাবে একটি অবৈধ কমিটি গঠন করে মখাশাহ মোকামকে বদনাম করার ষড়যন্ত্রে মেতে উঠেছেন। সম্পাদক সোজা উদ্দিন লস্কর মোকামের ভাড়াটে ঘর থেকে টাকা তোলার পাশাপাশি মোকামের দানবাক্স থেকেও অবৈধভাবে টাকা উঠিয়েছে বলে অভিযোগ করেছেন মোকাম পরিচালনা কমিটির কর্মকর্তারা।

মখাশাহ মোকামের কমিটি বৈধ-অবৈধ নিয়ে চলছে লড়াই

সভাপতি আজমল আলি লস্কর,  সাধারণ সম্পাদক আবুল হোসেন লস্কর, প্রাক্তন সাধারণ সম্পাদক মসুর উদ্দিন লস্কর, উপদেষ্টা আক্তার হোসেন লস্কর, সেলিম উদ্দিন লস্কররা সাংবাদিক সম্মেলনে বলেন, সোজা উদ্দিন লস্করের কাছে অর্থের হিসেব চাইলে তিনি মোকামে যাওয় আসা বন্ধ করে পরিচালন কমিটির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করে থানায় মামলা দায়ের করেছেন তা ডাহা মিথ্যা বলে জানিয়েছেন তাঁরা। অবৈধ কমিটি গঠন করে পুরাতন কমিটিকে মোকামের চাবি দেওয়ার জন্য লাগাতার চাপ সৃষ্টি করছেন বলেও অভিযোগ।

মখাশাহ মোকামের কমিটি বৈধ-অবৈধ নিয়ে চলছে লড়াই

মোকামের বার্ষিক উৎসব ভব্য অনুষ্ঠানের মাধ্যমে আয়োজন করার উদ্দেশ্যে মোকাম পরিচালন কমিটি প্রশাসনের কাছে আবেদনপত্র জমা দিয়েছে। এবং বার্ষিক উৎসবকে পঙ্গু করার উদ্দেশ্যে অবৈধ কমিটির তরফেও প্রশাসনকে আবেদনপত্র জমা দেওয়ার পাশাপাশি মোকামের নামে রসিদ বানিয়ে শহরজুড়ে অর্থ সংগ্রহ করা হচ্ছে বলেও জানিয়েছেন তাঁরা। জনগণকে সতর্ক করে দিয়ে অবৈধ কমিটির হাতে চাঁদ প্রদান না করার আবেদন জানিয়েছেন মোকাম পরিচালন কমিটির কর্মকর্তারা।

Author

Spread the News