বোয়ালি আইটিআই মেরামতের পর শুরু হবে ক্লাস, বললেন বিধায়ক সাজু

বরাক তরঙ্গ, ৮ আগস্ট : ভাউরিকান্দি জিপির নবনির্বাচিত পঞ্চায়েত বডিকে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইর বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া ওরফে সাজু। বৃহস্পতিবার রাতে হাতিখাল বাজারের এক বিবাহ ভবনে এনিয়ে আয়োজিত অনুষ্ঠানে বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া এলাকার উন্নয়নমূলক কাজের ফিরিস্তি তুলে ধরেন। এতে তিনি জানান, সমাজের সামগ্রিক উন্নয়নের জন্য সর্বদা তিনি নিয়োজিত ছিলেন। তিনি জানান, মঞ্জুরকৃত ৮০০ কোটি টাকার ইরিগেশন প্রকল্পটি বাস্তবায়িত হলে পূর্ব সোনাই অর্থনৈতিক দিক দিয়ে অনেক উন্নত হবে। এছাড়া শৈক্ষিক ক্ষেত্রে বোয়ালি আইটিআই মেরামতের জন্য অর্থ বরাদ্দ হয়েছে। কাজ শেষে আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠদান শুরু হবে বলে এলাকাবাসীকে আশারবাণী শোনান বিধায়ক সাজু।

এদিকে, অনুষ্ঠানে একাংশ বক্তা  জানান, করিম উদ্দিন বড়ভূইয়া সোনাইর বিধায়ক নির্বাচিত হওয়ার পর পঞ্চায়েত প্রতিনিধিরা স্বাধীনভাবে কাজ করতে পেরেছেন। কিন্তু তাঁর আগের বিধায়কের কার্যকালে পঞ্চায়েতরাজের কাজে হস্তক্ষেপ করে উন্নয়ন থমকে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাউরিকান্দি জিপির সভানেত্রীর প্রতিনিধি সাইদুর রহমান মজুমদার, জেলা পরিষদ সদস্য সুফিয়ান লস্কর, প্রাক্তন জিপি সভাপতি আবিদুর রহমান মজুমদার, মজিবুর রহমান আহমেদ, অলিউল ইসলাম লস্কর, সমাজসেবী আজিজুর রহমান, খালিদ হাসান লস্কর, হাফিজ আব্দুল হক সহ অন্যান্যরা।

Spread the News
error: Content is protected !!