বড়োল্যান্ডে নির্বাচনী সংকল্পপত্র উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী

বরাক তরঙ্গ, ১২ সেপ্টেম্বর : বিটিআর নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। ইতিমধ্যেই প্রতিটি রাজনৈতিক দলের প্রচার তুঙ্গে। অন্যান্য রাজনৈতিক দলের পাশাপাশি মিত্রজোট ভারতীয় জনতা পার্টির প্রতিটি নেতা-মন্ত্রী, বিধায়ক এবং মুখ্যমন্ত্রী নিজেও প্রতিদিন নির্বাচনী সভায় অংশ নিচ্ছেন। বিটিসির নির্বাচন উপলক্ষে শুক্রবার রাজ্য বিজেপি প্রকাশ করল নির্বাচনী সংকল্পপত্র। বশিষ্ঠস্থিত রাজ্য বিজেপির মুখ্য কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় ওই সংকল্পপত্রটি।

রাজ্য বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া, অসম প্রদেশের রাজ্য প্রভারি হরিশ দ্বিবেদী এবং মন্ত্রী ডাঃ রণোজ পেগুর উপস্থিতিতে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা উন্মোচন করেন এই নির্বাচনী প্রতিশ্রুতিপত্র। এবারে ৮টি মূল সংকল্প নিয়ে ভারতীয় জনতা পার্টি প্রস্তুত করেছে তাদের নির্বাচনী সংকল্প পত্র। সেগুল হল__

১. অধিকার সুরক্ষা– ভারতের সংবিধানের নীতি অনুসারে বিটিআরের প্রত্যেক নাগরিকের ন্যায্য সম্মান অটুট রেখে মানসম্পন্ন জীবন ও সর্বাঙ্গীণ বিকাশের নিশ্চয়তা।

২. চাকরির স্বচ্ছ নিয়োগ– সরকারি চাকরির ক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করে স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া চালু করা, যাতে প্রত্যেক প্রার্থী সমান সুবিধা পায়।

৩. মহিলাদের কল্যাণ– সকল যোগ্য মহিলাকে অরুণোদয়, নিযুত মইনা ও মহিলা উদ্যোগিতা অভিযানের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পের সুফল ন্যায্যভাবে, নিয়মিত ও স্বচ্ছতার সাথে দেওয়ার নিশ্চয়তা।

৪. মহিলা সহায়তা প্রকল্প– বিটিআরের ৫ লক্ষ মহিলাকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা এবং এলপিজি সিলিন্ডারের জন্য প্রতিটি ক্ষেত্রে ২৫০ টাকা করে সরকারি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি।

৫. ভূমির মালিকানা– উত্তরাধিকার সূত্রে সকল যোগ্য নাগরিককে ভূমির পট্টা (মালিকানার দলিল) প্রদান করার প্রতিশ্রুতি।

৬. শিক্ষার প্রসার– বিটিআরের প্রতিটি মহকুমায় সরকারি ডিগ্রি কলেজ স্থাপন এবং সমগ্র বিটিআরের ছাত্রছাত্রীদের সুবিধার্থে উদালগুড়িতে বড়োল্যান্ড বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতি।

৭. স্থানীয় প্রশাসনের বিকেন্দ্রীকরণ – ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা থেকে অনুপ্রাণিত হয়ে সর্বাঙ্গীণ ও স্থানীয় গণতান্ত্রিক প্রশাসন নিশ্চিত করতে নির্বাচনের ভিত্তিতে ভিসিডিসির (VCDC) বিকেন্দ্রীকরণের প্রতিশ্রুতি।

৮. যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন – সমগ্র বিটিআরের যোগাযোগ ব্যবস্থা উন্নত করা এবং নিরাপত্তার জন্য সব কাঠের সেতুর পরিবর্তে আধুনিক পাকা সেতু নির্মাণের প্রতিশ্রুতি।

এছাড়াও, প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় সকল যোগ্য সুবিধাভোগীকে প্রয়োজনীয় মৌলিক সুবিধাসহ পাকা ঘর প্রদান করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

সংকল্প পত্ৰ উন্মোচন উপলক্ষে মুখ্যমন্ত্রী বলেন, “নির্বাচনী ঘোষণাপত্রের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা সুন্দর দুটি গান বিভিন্ন ভাষায় প্রস্তুত করেছি। আমি মনে করি এই দুটি গান এবং সংকল্প পত্ৰ বড়োল্যান্ডের জনগণের বিজেপির প্রতি আস্থা আরও শক্তিশালী করবে।”

Spread the News
error: Content is protected !!