কাল GMCH-এ ফের ময়নাতদন্ত জুবিনের, জানালেন মুখ্যমন্ত্রী
বরাক তরঙ্গ, ২২ সেপ্টেম্বর : ধীরে ধীরে যেন জুবিন গর্গের মৃত্যুর ঘটনাটি রহস্যের দিকে এগোচ্ছে। সাগরে নামা দ্বিতীয় ভিডিওতে দেখা যায়, সিঙ্গাপুরে উপস্থিত থাকা শেখর গোস্বামী ও অমৃতপ্রভা মহন্তের বক্তব্য অনুযায়ী, জুবিনকে জলে নামতে উসকানি দেওয়া হয়েছিল—যা রহস্যের গন্ধ ছড়াচ্ছে। গোটা ঘটনাই ক্রমে এক অজানা রহস্যের পথে অগ্রসর হচ্ছে। অনেকেই পুনরায় ময়নাতদন্তের দাবি তুলেন। সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে অনুরোধ করার পরই রাজ্য সরকার নিল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সোমবার সাংবাদিক সম্মেলন করে সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা।
মুখ্যমন্ত্রী বলেন— “প্রথমে দাবি উঠেছিল যে ময়নাতদন্ত করা উচিত নয়। সিঙ্গাপুর ছিল একটি নিরপেক্ষ দেশ। কিন্তু এখন নতুন করে ময়নাতদন্তের দাবি উঠেছে।” তিনি আরও বলেন— “জনগণ দাবি করেছিল যে প্রিয় শিল্পীর দেহ আর কাটাছেঁড়া করা না হয়। কিন্তু আজ সকাল থেকে আবার নতুন করে ময়নাতদন্তের দাবি উঠছে।”
শিল্পী জুবিন গর্গের আবারও ময়নাতদন্ত করা হবে। GMCH-এ সম্পন্ন হবে এই ময়নাতদন্ত।
মুখ্যমন্ত্রী আরও বলেন— “GMCH-এ সকাল ৭টা ৩০ মিনিটে নতুন করে আবার ময়নাতদন্ত করা হবে। প্রক্রিয়াটি এক থেকে দেড় ঘণ্টা সময় লাগবে। গরিমা শইকিয়া গর্গ ময়নাতদন্তের জন্য সম্মতি দিয়েছেন।”
তিনি আরও যোগ করেন— “এই ময়নাতদন্তে GMCH-র চিকিৎসকদের পাশাপাশি উপস্থিত থাকবেন AIIMS-এর চিকিৎসকরাও।”
মুখ্যমন্ত্রী আরও বলেন মেকি জুবিন দরদীরা এক অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি করেছে গতকাল। তিনি বলেন, একটি শোক অনুষ্ঠানে কেউ মদ পান করে আসতে পারে, কিন্তু ওরা এসেছে। এমন দৃশ্য অসমে আগে বা পরে কোনদিনও দেখা যায়নি। এমনকি অসমের সংস্কৃতিও নয়। তাদের জন্য লক্ষ লক্ষ যাঁরা সত্যিকারের জুবিনকে ভালবাসেন তাঁরা কিন্তু শেষবারের মতো দেখতে পারেননি। এ ছাড়া অখিল গগৈ রাজনীতি করছেন বলে অভিযোগ করে বলেন তা অত্যন্ত লজ্জাজনক। এ ছাড়াও সামাজিক মাধ্যমে জুবিনের স্ত্রী গরিমা শইকিয়া গর্গের বিরুদ্ধে যেসব কথাবার্তা করা হচ্ছে তার দুঃখ প্রকাশ করেন।