সন্ত্রাস দমনে অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি, আগরতলায় সেনা-আসাম রাইফেলসের মহড়া দেখলেন মুখ্যমন্ত্রী
যশপাল সিং, আগরতলা।
বরাক তরঙ্গ, ২২ আগস্ট : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আত্মনির্ভর ভারতের স্বপ্নকে পাথেয় করে দেশের সামরিক ক্ষেত্র যখন অত্যাধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ হচ্ছে, সেই প্রেক্ষাপটে শুক্রবার ত্রিপুরার রাজধানী আগরতলায়, আসাম রাইফেলস ময়দানে এক বিশেষ ড্রোন মহড়ার আয়োজন করা হয়। ভারতীয় সেনাবাহিনী ও আসাম রাইফেলসের যৌথ উদ্যোগে আয়োজিত এই মহড়ায় উপস্থিত থেকে জওয়ানদের উৎসাহিত করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
যুদ্ধ পরিস্থিতি ও সন্ত্রাসবাদ মোকাবিলায় আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহার বর্তমানে বিশ্বজুড়ে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। সেই নিরিখে দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও মজবুত করতে এই মহড়ার আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী জওয়ানদের অসাধারণ যুদ্ধ কৌশল প্রদর্শনী প্রত্যক্ষ করেন এবং তাঁদের মনোবল বৃদ্ধি করেন।
মহড়া পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, “আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে ভারতীয় সেনাবাহিনী ও আসাম রাইফেলস নিরলস পরিশ্রম করে যাচ্ছে।” তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অবিরাম প্রয়াসে দেশের সামরিক ক্ষেত্র আজ আত্মনির্ভর হয়ে অত্যাধুনিক যুদ্ধ প্রযুক্তিতে সমৃদ্ধ হয়েছে। ড্রোন প্রযুক্তি ব্যবহারে সন্ত্রাস দমন ও সীমান্ত নিরাপত্তা আরও সুসংহত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।