মুখ্যমন্ত্রীর কাছে বিশাল আকারে ধামাইল নৃত্য আয়োজনের আর্জি

বরাক তরঙ্গ, ১৮ মার্চ : বিহু বা ঝুমুর নৃত্যের মতো ধামাইলও বিশাল আকারে আয়োজন করতে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানান শিলচর শহরের বেশ কয়েকটি সাংস্কৃতিক সংগঠন। মঙ্গলবার শিলচরে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মাকে কাছে পেয়ে জয়রাধে সেবা সমিতি, আশ্বাস, বন্ধু, নিনাদ গুরুকূল, নাটরাজ নৃত্যালায়ম, দুধপাতিল নাট্য সংস্থা, রবিন হোড আর্মি, চন্দ্রনির, দ্য ফিট ফিমেল সহ বেশ কয়েকটি সংস্থার কর্মকর্তারা এই আর্জি রাখেন। মুখ্যমন্ত্রী তাঁদের বিষয়টি বিবেচনা করবেন বলে আশ্বাস দেন বলে জানান জয়রাধে সেবা সমিতির কর্তা জয়দীপ চক্রবর্তী। উল্লেখ্য, এ দিন শিলচর এসএম দেব সিভিল হাসপাতালে শিলান্যাস অনুষ্ঠানে সংস্থার কর্মীরা মুখ্যমন্ত্রীর কাছে এই আর্জি রাখেন। 

মুখ্যমন্ত্রীর কাছে বিশাল আকারে ধামাইল নৃত্য আয়োজনের আর্জি

Author

Spread the News