‘রাজভবন চলো’ বিক্ষোভ কৰ্মসূচিতে দলীয় কর্মীর মৃত্যুর নিরপেক্ষ তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

১৯ ডিসেম্বর : অসম প্ৰদেশ কংগ্রেস আহূত ‘রাজভবন চলো’ বিক্ষোভ কৰ্মসূচি এবং ব্যক্তির মৃত্যুর নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন গৃহ দফতরের দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। বৃহস্পতিবার তাঁর অফিশিয়াল সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডলে এ তথ্য দিয়ে ঘটনা সম্পর্কে জোরালো বিবৃতি দিয়েছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। বুধবার গুয়াহাটিতে রাজভবনের সামনে সংঘটিত ঘটনার বিষয়ে মুখ্যমন্ত্রী বিবৃতি দিয়েছেন। তিনি বলেন, রাজ্যপালের সাংবিধানিক পদ সবসময় দলীয় রাজনীতির ঊর্ধ্বে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বুধবার কংগ্রেস নেতারা পুলিশের ব্যারিকেড ভেঙে জোর করে রাজভবনে প্রবেশের চেষ্টা করে অনভিপ্রেত অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছিলেন। তিনি জানান, ঘটনার বিষয়ে পুলিশ একটি এফআইআর দায়ের করেছে। ভিডিও রেকর্ডিঙের পর্যালোচনা করে ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।

মুখ্যমন্ত্ৰী আরও জানান, সরকার সিদ্ধান্ত নিয়েছে, এখন থেকে রাজভবনের আশপাশে কোনও ধরনের বিক্ষোভ কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। প্রতিবাদ ও বিক্ষোভের জন্য আলাদা এলাকা নির্ধারণ করা হয়েছে। বিক্ষোভ ও প্ৰতিবাদ প্ৰদৰ্শনকারীদের ওই এলাকায় তাঁদের কৰ্মসূচি সংগঠিত বা পালন করতে হবে।

'রাজভবন চলো' বিক্ষোভ কৰ্মসূচিতে দলীয় কর্মীর মৃত্যুর নিরপেক্ষ তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

উল্লেখ্য, রাজ্য সরকারের স্মার্ট মিটার বাস্তবায়ন, আদানি কেলেংকারি এবং ‘এক দেশ, এক নির্বাচন’ সংক্ৰান্ত বিষয়ের বিরুদ্ধে গতকাল অসম প্রদেশ কংগ্রেস কমিটি ‘রাজভবন চলো’ বিক্ষোভ কৰ্মসূচির ডাক দিয়েছিল। ওই কর্মসূচিতে অংশগ্ৰহণ করে অপ্রত্যাশিতভাবে মৃত্যু হয়েছে  কংগ্রেস কর্মী আইনজীবী মৃদুল ইসলামের।

Author

Spread the News