টেনিস ক্লাবে খুদে শিক্ষার্থীদের পাশে মুখ্যমন্ত্রী

বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর : রবিবার নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির আবরণ উন্মোচন করতে শিলচর সফরে এসে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সন্ধ্যায় এসে উপস্থিত হন ঐতিহ্যবাহী টেনিস ক্লাবে। এ দিন রাত সাড়ে ৭টা নাগাদ এসে তিনি প্রায় আধঘণ্টা কাটান দ্য টেনিস ক্লাব শিলচর-র খুদে প্রশিক্ষণার্থীদের সঙ্গে। ক্লাব সদস্যদের সামনে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, পরিকাঠামোর উন্নতির জন্য তাঁকে স্মারকলিপি দেওয়া হয়েছে, সেটা তিনি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন।

টেনিস ক্লাবে মুখ্যমন্ত্রীর পাশে ছিলেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় ও বিধায়ক দীপায়ন চক্রবর্তী। অন্যদের মধ্যে ছিলেন দ্য টেনিস ক্লাব শিলচর-র সভাপতি মহাবীরপ্রসাদ জৈন, সচিব দেবাশিস স্বামী, ডিএসএ-র প্রাক্তন সভাপতি বাবুল হোড়, ডাঃ সিদ্ধার্থশঙ্কর ভট্টাচার্য, শিবাশিস দত্ত গুপ্ত, গৌতম পাল, সুমন্ত দাস প্রমুখ।

Spread the News
error: Content is protected !!