রাজ্যে আরও ৩৮৫ জন প্রার্থীকে নিয়োগপত্র প্রদান মুখ্যমন্ত্রীর
বরাক তরঙ্গ, ৭ অক্টোবর : রাজ্যে ফের হল নিয়োগ অনুষ্ঠান। সোমবার অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিভিন্ন পদে ৩৮৫ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়। গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে এই নিয়োগ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এবং প্রার্থীদের মধ্যে নিয়োগপত্র বিতরণ করেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ ও শিক্ষা বিভাগে এ নিয়োগ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিক্ষা বিভাগ থেকে ২৮৪ জন এবং স্বাস্থ্য বিভাগের ১০১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়া হয়েছে।
এই নিয়োগ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী রণোজ পেগু এবং অন্যান্য আধিকারিকরা।