১৮ বছরের ঊর্ধ্বে কোনও ব্যক্তিকে আগামী এক বছরের জন্য নতুন আধার কার্ড নয় : মুখ্যমন্ত্রী
বরাক তরঙ্গ, ২১ আগস্ট : রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করে সিদ্ধান্তগুলো তুলে ধরেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। বৃহস্পতিবার কইনাধরায় সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী বলেন, দীঘলীপুকুরি থেকে বামুণীমৈদাম উড়াল সেতুর নামকরণ করা হয়। মহারাজ পৃথুর নামে নামকরণ করা হল দীঘলীপুকুরির উড়াল সেতুর। এছাড়া অসমকে IIM উপহার দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকেও কৃতজ্ঞতা জানান মুখ্যমন্ত্রী।
মন্ত্রিসভায় আধার কার্ডকে নিয়ে বড় সিদ্ধান্ত গ্রহণ করেছে। তিনি জানান, তপশিলি জাতি, তপশিলি জনজাতি, চা-বাগানের শ্রমিক ছাড়া ১৮ বছরের ঊর্ধ্বে কোনও ব্যক্তিকে আগামী এক বছরের জন্য নতুন আধার কার্ড প্রদান না করার সিদ্ধান্ত নিয়েছে অসম মন্ত্রিসভা।
মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা আরও বলেন, “এই বছর মেডিক্যাল ভর্তি তালিকা দেখুন। মেডিকেল প্রার্থীর তালিকায় খিলঞ্জীয়া (আদিবাসী/স্থানীয়) অসমিয়ার সংখ্যা কম।”
তিনি আরও বলেন, “অসমিয়া মানুষের কাছ থেকে ক্ষমতা সরে যাচ্ছে। IIM-এর কাজের চুক্তি অসমিয়াই পাবে। কিন্তু নির্মাণ কাজে নিয়োজিত শ্রমিকরা স্থানীয় নয়। শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্র থেকেও অসমিয়া তাদের ক্ষমতা হারিয়েছে। প্রতিযোগিতার দুনিয়া থেকে আমরা পিছিয়ে যাচ্ছি।”
গৌহাটি মেডিক্যাল কলেজের ঘটনায় প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “তিন সদস্যের কমিটি কাজ করছে। চার-পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন দেবে।”