রাঙ্গিরখাড়িতে নেতাজি মূর্তি পুনঃস্থাপন ২৪ আগস্ট, আসছেন মুখ্যমন্ত্রী
বিশ্বজিৎ আচার্য ও দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৫ জুলাই : আগামী ২৪ আগস্ট শিলচরের রাঙ্গিরখাড়িতে নেতাজি সুভাষচন্দ্র বসুর নতুন মূর্তি পুনঃস্থাপনের লক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যায় সার্কিট হাউস রোডের একটি বিবাহ ভবনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এই সভার আয়োজন করে ‘নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপন কমিটি, শিলচর’, যারা মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজির প্রতি গভীর শ্রদ্ধার নিদর্শন স্বরূপ এই উদ্যোগ গ্রহণ করেছে। নেতাজির মূর্তির পুনঃস্থাপন অনুষ্ঠানটি আগামী ২৪ আগস্ট দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে এবং তা উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। এই অনুষ্ঠান ঘিরে ব্যাপক জনসমাগম ও উৎসাহ প্রত্যাশিত।

সভায় উপস্থিত ছিলেন কমিটির আহ্বায়ক ও বিধায়ক দীপায়ন চক্রবর্তী, নীহাররঞ্জন পাল, কমিটির সহ-আহ্বায়ক উত্তমকুমার সাহা, ভারত সেবাশ্রম সংঘের স্বামী সাধানানন্দজি মহারাজ, স্বামী চিত্স্বরূপানন্দজি মহারাজ, মন্ত্রী কৌশিক রায়, আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজীবমোহন পান্ত, রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী গণধীশানন্দজি মহারাজ, প্রাক্তন অধ্যাপক ড. অমলেন্দু ভট্টাচার্য, কবি ও সাংবাদিক অতীন দাশ, এনসিসি গ্রুপ কমান্ডার সাত্তাবন সিং ও ধন বাহাদুর, সাময়িক প্রসঙ্গ পত্রিকার সম্পাদক তৈমুর রাজা চৌধুরী, কবি মহুয়া চৌধুরি, বিমলেন্দু রায়, জয়া দেব, বিশ্বনাথ ভট্টাচার্য, ব্যবসায়ী ও সমাজকর্মী অসিত দত্ত, শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, শিলচর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ ভাস্কর গুপ্ত, কমিটির কোষাধ্যক্ষ রুদ্র নারায়ণ সিংহ, রুমলি ভট্টাচার্য সহ বহু বিশিষ্টজন।

স্বামী গণধীশানন্দজি কমিটির প্রচেষ্টার প্রশংসা করে নেতাজির আদর্শ ও শিক্ষা নিয়ে বক্তব্য রাখেন এবং এই দিনটিকে শিলচরের জন্য বিশেষ দিন বলে বর্ণনা করেন। স্বামী সাধানানন্দজী তার বক্তব্যে নেতাজির আদর্শের প্রাসঙ্গিকতার ওপর জোর দিয়ে রাংগিরখাড়ি মোড়ের নাম পরিবর্তন করে ‘নেতাজি চৌক’ করার আহ্বান জানান এবং মূর্তি স্থাপনস্থলের পরিস্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন।

পরিমল শুক্লবৈদ্য এই উদ্যোগকে ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বর্ণনা করে দীপায়ন চক্রবর্তীকে অভিনন্দন জানান এবং জনগণকে ২৪ আগস্টের অনুষ্ঠান উপলক্ষে ব্যাপকভাবে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি শিলচরের জনগণের সম্মিলিত চেতনার প্রশংসা করেন। মন্ত্রী কৌশিক রায় বলেন, নেতাজির মূর্তির পুনঃস্থাপন তাঁর প্রতি যথাযথ শ্রদ্ধা নিবেদন। এটি শিলচরের জন্য এক স্মরণীয় দিন হয়ে থাকবে বলে জানান। কমিটির কোষাধ্যক্ষ রুদ্র নারায়ণ গুপ্ত জানান, ২০২৩ সালে গঠিত এই কমিটি সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে ব্যাঙ্ক চ্যানেলের মাধ্যমে অনুদান সংগ্রহ করেছে। তিনি জানান, বরাক উপত্যকার স্কুল ছাত্রছাত্রীদের জন্য নেতাজির জীবনের ওপর প্রবন্ধ প্রতিযোগিতারও আয়োজন করা হবে। দীপায়ন চক্রবর্তী তাঁর বক্তব্যে নেতাজিকে নিয়ে দীর্ঘদিনের গোপন ফাইল উন্মোচনের দাবির প্রসঙ্গ তুলে ধরেন এবং জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে নেতাজির পরিবারের সঙ্গে বৈঠক করে ৩০০-র বেশি ফাইল জাতীয় আর্কাইভে প্রকাশ করা হয়েছে। এছাড়াও বর্তমান সরকার নেতাজিকে সম্মান জানানোর বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলেও জানান। তিনি সবাইকে ২৪ আগস্টের অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানান।

বিশিষ্ট লেখক-কবি-সাংবাদিক অতীন দাশ বলেন, এই সভায় এত মানুষের উপস্থিতি দেখে তিনি অত্যন্ত আনন্দিত। তিনি আশা প্রকাশ করেন যে, ২৪ আগস্টের অনুষ্ঠানে আরও বেশি মানুষ অংশ নেবেন এবং বলেন, দেশের জন্য কিছু করা আমাদের কর্তব্য। তিনি দীপায়ন চক্রবর্তীকে এই মহৎ উদ্যোগ গ্রহণের জন্য প্রশংসা করেন। উপাচার্য ড. রাজীবমোহন পন্থ নেতাজির ছাত্রজীবন ও জ্ঞানগম্যতা নিয়ে আলোচনা করেন এবং তাঁর আত্মমর্যাদাবোধের ওপর আলোকপাত করেন।

সভাটি সঞ্চালনা করেন কমিটির সহ-আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক উত্তমকুমার সাহা। এখন চূড়ান্ত প্রস্তুতির মধ্য দিয়ে শিলচর এগিয়ে চলেছে এক ঐতিহাসিক দিনের দিকে ২৪ আগস্ট যেদিন ভারতের এক মহান সন্তানকে পুনরায় স্মরণ ও সম্মান জানানো হবে রাঙ্গিরখাড়ির মাটিতে।