সোনাপুরে দেশের প্রথম ‘অকুয়া টেক পার্ক’-এর উদ্বোধন মুখ্যমন্ত্রীর
বরাক তরঙ্গ, ১২ জুলাই : অসমে জলচাষে নয়া অধ্যায়। সোনাপুরে দেশের প্রথম ‘অকুয়া টেক পার্ক’-এর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। নতুন অসম গঠনে এক ঐতিহাসিক পদক্ষেপ, মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে টেকসই জলচাষে বড় উদ্যোগ বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল অসমে জলচাষ খাতে এক নতুন যুগের সূচনা হল শনিবার। মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে কামরূপ জেলার সোনাপুরের বগীবাড়িতে গড়ে ওঠা দেশের প্রথম ‘অকুয়া টেক পার্ক’-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়। এই আধুনিক জল প্রযুক্তি উদ্যানটি গড়ে তোলা হয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা কলং-কপিলী-এর উদ্যোগে, এবং এতে সহযোগিতা করেছে নাবার্ড, আইসিএআর, সিআইএফএ, এসইএলসিও ফাউন্ডেশন সহ অসম সরকারের মৎস্য বিভাগ। নতুন প্রযুক্তির মেলবন্ধনে গড়ে উঠছে টেকসই জলচাষের ভিত্তি।

মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা এই প্রকল্পটিকে ‘আত্মনির্ভর অসমের দিশায় এক মাইলফলক’ বলে অভিহিত করেন তিনি বলেন, জলচাষ আজকের দিনে শুধু একটি কৃষি-উৎপাদন খাত নয়, বরং এটি কর্মসংস্থানের, উদ্যোক্তা তৈরির ও টেকসই অর্থনীতির একটি শক্ত ভিত। অকুয়া টেক পার্ক সেই দিশায় এক অনন্য পদক্ষেপ। তিনি কলং-কপিলী সংস্থা ও সংশ্লিষ্ট সহযোগী প্রতিষ্ঠানগুলোর আন্তরিক প্রচেষ্টাকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান। এই অকুয়া টেক পার্ক শুধু কামরূপ বা অসম নয়, বরং গোটা উত্তর-পূর্ব ভারতে জলচাষের একটি দৃষ্টান্তমূলক কেন্দ্র হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। এটি ভবিষ্যতের জন্য এক টেকসই, পরিবেশবান্ধব ও বিজ্ঞানসম্মত পথপ্রদর্শক মডেল— যার হাত ধরে আত্মনির্ভর ও উন্নত অসম গঠনের স্বপ্ন আরও এক ধাপ এগিয়ে গেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য, পশুপালন ও পশুচিকিৎসা এবং পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, মন্ত্রী অতুল বরা প্রমুখ।

মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, এটি শুধু একটি অবকাঠামো প্রকল্প নয়, বরং এটি একটি ভবিষ্যতমুখী দৃষ্টিভঙ্গির প্রতিফলন, যেখানে বিজ্ঞান, পরিবেশ ও মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের মধ্যে রয়েছে গভীর সংযোগ। এই পার্ক রাজ্যের যুবসমাজের কাছে উদ্যম ও উৎসাহের প্রতীক হয়ে উঠবে। মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে অসম যে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলেছে, তারই এক উজ্জ্বল নিদর্শন এই অকুয়া টেক পার্ক।
