ত্রিপুরা থেকে পৌঁছল বারইগ্রাম ধামের রথ

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৩ ডিসেম্বর : ত্রিপুরা শেষে মঙ্গলবার শ্রীভূমির জেলার পাথারকান্দি বিধানসভার বাজারিছড়া পৌছলো বারইগ্রাম ধামের রথ। গত তিনদিন ত্রিপুরা রাজ্যের ধর্মনগর দশদা, পেঁচারতল কাঞ্চনপুর, পানিসাগর সহ বিভিন্ন এলাকায় রথ নিয়ে ভক্তরা বর্ণাঢ্য শোভাযাত্রা সহ নানা অনুষ্ঠানের আয়োজন করেন। পরে মঙ্গলবার সকাল থেকে  দুপুর পর্যন্ত পানিসাগরে চলা নানা অনুষ্ঠান শেষে করে বাগবাসা চুরাইবাড়ি হয়ে রথ এসে প্রবেশ করে লোয়াইরপোয়া সেখানে ভক্তরা রথকে বরণ করেন। এবং সেখান থেকে যান মিছিল করে রথ বাজারিছড়ায় নিয়ে আসার পর প্রথমে ভক্তরা শঙ্খ ধ্বনি উলু ধ্বনি কাশি ঘণ্টা বাজিয়ে রথকে বরণ করেন।

ত্রিপুরা থেকে পৌঁছল বারইগ্রাম ধামের রথ

বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় এবং বাজারিছড়া, কালাছড়া পরিক্রমা করে এতে অগণিত ভক্ত সমাগম হয়। পরে শ্রীশ্রী রাধারমণ সেবাশ্রমে প্রবেশ প্রবেশ করে। সেখানে প্রথমে গুরুদেবকে বরণ করে পরে রথে আসা রাধে দাস বাবাজি কে বরণ করা হয়, এর পর রথের সঙ্গে থাকা অরূপ রায়, বাপ্পন পাল, পীযূষকান্তি দাস, শুভঙ্কর মালাকার, কৌরব দাস। এর পর বাজারিছড়া শ্রীশ্রী রাধারমণ সেবাশ্রমের সভাপতি সম্পু পালের পৌরহিত্য এক আলোচনা সভায় রথের তাৎপর্য নিয়ে আলোচনা করেন অরূপ রায়, প্রভুর জীবনী নিয়ে আলোচনা করেন সম্পূ পাল।শেষে ভক্তরা সমবেত উপসনায় সামিল হন ও প্রাসাদ বিতরণ করা হয়।বুধবার বাজারিছড়া থেকে সলগৈই দোহালিয়া, বাজারঘাট, আনিপুর, রামকৃষ্ণ নগর, নিভিয়া চেরাগী হয়ে রাতে দুল্লভছড়া পৌছেবে রথ সেখান রাতে থাকার পর পরের সেখান থেকে হাইলাকান্দি জেলার উদ্দেশ্য যাত্ৰা করবে।

ত্রিপুরা থেকে পৌঁছল বারইগ্রাম ধামের রথ

Author

Spread the News