বারইগ্রামের রথ পৌঁছল পানিসাগরে,উৎসাহ উদ্দীপনার বরণ

বরাক তরঙ্গ, ২ ডিসেম্বর : শ্রীভূমি জেলার বারইগ্রাম রাধারমণ ধামের রথ নিয়ে ব্যাপক আলোড়ন ত্রিপুরার দশদা পানিসাগরে। সোমবার ত্রিপুরার পানিসাগরে প্রত্যন্ত অঞ্চলে ভক্ত বারইগ্রাম ধানের রথ ব্যাপক উৎসাহ উদ্দীপনার বরণ করেন। স্থানে স্থানে রথ থামিয়ে শঙ্খ ধ্বনি উলু ধ্বনি দিয়ে প্রভুপাদ শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউর আশীর্বাদ নেন ভক্তরা প্রতিটি স্থানের উপচেপড়া ভিড়ে প্রভুর নাম কীর্তন করে শোভাযাত্রায় সামিল হন।

সোমবার সকালে ধর্মনগর পদ্মপুর প্রভুর আশ্রম থেকে কামেশ্বর প্রভুর মন্দিরে এসে সেখান থেকে কাঞ্চনপুর এলাকার দশদার কম্বলটিলা রাধারমণ সেবা সমিতির প্রভুর মন্দিরে আয়োজিত রথ বরণ উৎসবে অংশগ্রহণ করেন বৃহত্তর কাঞ্চনপুর এলাকার ভক্তরা। সেখান থেকে ত্রিপুরার পাহাড়ি এলাকা পরিক্রমা করে পানিসাগর প্রবাস মন্দিরে আসে। সেখানে ভক্তরা ব্যাপক উৎসাহের সঙ্গে বিশাল বাইক ও গাড়ির মিছিল করে রথকে প্রায় পাঁচ কিলোমিটার নিয়ে আসার পর বাজার থেকে মহিলা প্রদীপ জ্বালিয়ে শোভাযাত্রা মন্দিরে নিয়ে আসা হয়। মন্দিরে রথ বরণের পর রথের সঙ্গে আসা আশ্রমের সুদেবি দাসী, রাধে দাস বাবাজি, সনাতন দাস বাবাজি। তাছাড়া আশ্রম পরিচালন সমিতির সম্পাদক তরুণ চৌধুরী, রঞ্জিত রায়, শঙ্করজিৎ দাস, অরূপ রায়,পীযূষকান্তি দাস, কৌরব দাসকে পানিসাগর আশ্রম পরিচালন কমিটির পক্ষ উত্তরীয় পরিয়ে বরণ করেন। রাতে এখানে প্রভুপাদ উপাসনা হয় প্রচুর ভক্তরা নাম কীর্তনে সামিল হন শেষে
প্রাসাদ বিতরণ করা হয়।

বারইগ্রামের রথ পৌঁছল পানিসাগরে,উৎসাহ উদ্দীপনার বরণ

মঙ্গলবার রথ পানিসাগর থেকে চূড়ায়বাড়ি, লোয়ারওপোয়া হয়ে বিশাল যোগে বাজারিছড়া আশ্রমে প্রবেশ করবে। বুধবার বাজারিছড়া থেকে দোহালিয়া, বাজারঘাট, আনিপুর, রামকৃষ্ণ নগর, নিভিয়া চেরাগী হয়ে রাতে দুল্লভছড়া থাকার পর পরের দিন হাইলাকান্দি যাত্রা করবে।

Spread the News
error: Content is protected !!