চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল আজ : ২৫ বছর আগের বদলা নিতে প্রস্তুত ভারত
৯ মার্চ : মঞ্চ তৈরি। আজ, রবিবার দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত বনাম নিউজিল্যান্ড। সেটা আট মাসের মধ্যে দ্বিতীয় আইসিসি ট্রফি জয়ের হাতছানি টিম ইন্ডিয়ার সামনে। শুধু তা নয় ২৫ বছর আগের বদলা নিতে প্রস্তুত ভারত।
মরুশহরে ফেভারিট হয়েই নামবেন রোহিতরা। গ্রুপ পর্বে নির্ভুল পারফরম্যান্স গৌতম গম্ভীরের দলের। সেই ধারাবাহিকতা বজায় ছিল সেমিফাইনালেও। অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালের ছাড়পত্র সংগ্রহ করে রোহিত অ্যান্ড কোম্পানি। অন্যদিকে পাকিস্তানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দুবাইয়ে ফাইনাল খেলতে এসেছে নিউজিল্যান্ড। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁদের একমাত্র হার ভারতের বিরুদ্ধে।
২০০০ সালে কেনিয়ার নাইরোবি জিমখানার মাঠে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তুলেছিল নিউজিল্যান্ড। ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের শতরানের পরও নিউজিল্যান্ডের কাছে ম্যাচ হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। ক্রিস কেয়ার্নসের ব্যাটিং ঝড়ের সামনে পরাজিত হয়েছিল সৌরভের ভারত।
সেই ফাইনালের পঁচিশ বছর পার। মাঝে ক্রিকেটে বহু বদল হয়েছে। সেদিনের ফাইনালে শতরানের পরও অধিনায়ক হিসেবে সৌরভ তাঁর দীর্ঘ ক্রিকেট কেরিয়ারকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। আজ দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচের ফল যাই হোক না কেন, অধিনায়ক রোহিত শর্মাকে কি আর দেখা যাবে আন্তর্জাতিক ক্রিকেটে?
