অসম ইয়ুথ লিগ ফুটবলে চ্যাম্পিয়ান দলকে সংবর্ধনা বাঁশকান্দিতে
কেএইচ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ৫ জুলাই : অসম ইয়ুথ লিগ অনুর্ধ্ব ১৩ ফুটবলে চ্যাম্পিয়ান হয়েছে লক্ষীপুর জেলা ক্রীড়া সংস্থার অধীন লেনরুল এফসি ফুটবল টিম। গোটা রাজ্যের মধ্যে ৪৬ পয়েন্ট লাভ করে চ্যাম্পিয়ান দলের শিরোপা অর্জন করেছে লক্ষীপুরের লেনরুল এফসি আন্ডার থার্টিন ফুটবল টিম। গুয়াহাটি থেকে রেলপথে শনিবার ১৮ জনের টিম শিলচরে এসে পৌছায়। শিলচর থেকে লক্ষীপুরে যাওয়ার পথে শনিবার বিকেলে বাঁশকান্দিতে মণিপুরি মুসলিম ডেভেলপমেন্ট অর্গেনাইজেশন অসম এর কর্মকর্তারা এই ফুটবল টিমের খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করেছে। মণিপুরি মুসলিম ডেভেলপমেন্ট অর্গেনাইজেশন আসাম এর সভাপতি আব্দুল নূর চৌধুরী খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। এতে সহযোগিতা করেন সংগঠনের অন্যান্য কর্মকর্তা।
সংস্থার কার্যালয়ের সামনে বাঁশকান্দি লম্বাবস্তিতে লেনরুল এফসি ফুটবল টিম ও টিমের সঙ্গে থাকা কর্মকর্তা দের উত্তোরীয় দিয়ে সম্মান প্রদর্শন করে তাদের কে উৎসাহিত করা হয়। সঙ্গে ছিলেন টিম ম্যানেজার মাইকেল মার,কোচ সুমন ব্যানার্জি, ক্লাবের কর্তা বিকি সিংহ, লক্ষীপুর ডিএসএ সচিব দেবব্রত পাল প্রমুখ। শিলচর রেল স্টেশনে তাদের স্বাগত জানান লক্ষীপুর ডিএসএর কর্মকর্তারা। ফুটবল টিম সহ লক্ষীপুর ডিএসএ কর্মকর্তা দের শুভেচ্ছা ও অভিনন্দন জানান মণিপুরি মুসলিম ডেভেলপমেন্ট অর্গেনাইজেশন আসাম এর সভাপতি আব্দুল নূর চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তা।
উল্লেখ্য, অসম ইয়ুথ লিগে লক্ষীপুর লেনরুল এফসি দল মোট ১৬ ম্যাচ খেলেছে। ১৫ ম্যাচে বিজয়ী হয়েছে। একটি ম্যাচ ড্র হয়। মোট ৯৪ টি গোল করেছে। ৪৬ পয়েন্ট নিয়ে অসম চ্যাম্পিয়ান হয়েছে লক্ষীপুরে।