অরুণকুমার চন্দ পাঠশালার শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠান শুরু, চলবে মাসব্যাপী

বরাক তরঙ্গ, ২ জানুয়ারি : দক্ষিণ শিলচরের ঘুংঘুর এলাকার সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ৯২ নং অরুণকুমার চন্দ পাঠশালার শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের সূচনা হল। বৃহস্পতিবার বিদ্যালয়ের পতাকা উত্তোলন করে অনুষ্ঠিত ভাবে শুরু হয় শতবর্ষ পূর্তি উদযাপনের কর্মসূচি। বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবক ও স্থানীয় বিশিষ্টজনদের উপস্থিতিতে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রা বের হয়।

অরুণ কুমার চন্দের ফোট সহ ট্যাবলো ও বাজনা সহকারে সাংস্কৃতিক শোভাযাত্রার বিদ্যালয়ে থেকে বের হয়ে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সামনে থেকে মেহেরপুর, আতালবস্তি হয়ে বিদ্যালয়ের ফিরে আসে। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পঞ্চম দুষাত, সিআরসিসি সন্দীপা চক্রবর্তী, শতবর্ষ পূর্তি উদযাপন কমিটির সভাপতি সুভাষ চৌহান, সাধারণ সম্পাদক প্যায়ারি লাল গোয়াল, প্রাক্তন ছাত্র সংস্থার সভাপতি দিলু দাস, সস্পাদক আরফাজ উদ্দিন মজুমদার, মিঠুন রায়, রোহিত গোয়ালা সহ কয়েক শতাধিক ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।

অরুণকুমার চন্দ পাঠশালার শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠান শুরু, চলবে মাসব্যাপী

উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর রবিবার বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ভূপেন কুমার দাস, প্রাক্তন প্রধান শিক্ষক নবেন্দুকুমার দাস, প্রাক্তন প্রধান শিক্ষিকা প্রতিমা ভট্টাচার্যের উপস্থিতিতে শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে বিদ্যালয়ের শতবর্ষ গেটের উদ্বোধন সহ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ব্যক্তিত্বরা ৯২ নং অরুনকুমার চন্দ পাঠশালার ইতিহাস সবার সামনে তুলে ধরেন। আগামী ২৫ ও ২৬ জানুয়ারি দুই দিনব্যাপী বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শতবর্ষ পূর্তি উদযাপন জয়ন্তী সমাপনী হবে। এছাড়াও গত রবিবার কাছাড় ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের হাতে ফলমূল ও পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

Author

Spread the News