সিলিং ফ্যান নাতির ওপর ভেঙে পড়ল, রক্তাক্ত দেহ দেখে হৃদরোগে দিদার মৃত্যু

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ৮ এপ্রিল : সোনাইর বেরাবাক দ্বিতীয় খণ্ড গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। ঘরের সিলিং ফ্যান ছিড়ে পড়ে গুরুতর আহত হয় চার বছর পাঁচ মাস বয়সী শিশু জহিরুল ইসলাম মজুমদার। এই মর্মান্তিক দৃশ্য সহ্য করতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার ৬৬ বছর বয়সী দিদা পুতুরুন নেসা মজুমদারের।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা নাগাদ জহিরুল ঘরে খেলা করছিল। হঠাৎ করেই সিলিং ফ্যানটি ছিড়ে তার উপর পড়ে। ফ্যানের আঘাতে জহিরুলের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে এবং রক্তক্ষরণ শুরু হয়। পাশে থাকা দিদা পতুরুন নেছা এই ভয়াবহ দৃশ্য দেখে জ্ঞান হারিয়ে ফেলেন।

সিলিং ফ্যান নাতির ওপর ভেঙে পড়ল, রক্তাক্ত দেহ দেখে হৃদরোগে দিদার মৃত্যু

পরিবারের সদস্যরা দ্রুত রক্তাক্ত জহিরুল এবং অচেতন দিদাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক পতুরুন নেসাকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসার পর শিশু জহিরুলকে রাতেই বাড়িতে ফিরিয়ে আনা হয়েছে। তবে তার সঙ্গে ফিরেছে দিদার নিথর দেহ। এই আকস্মিক ও মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Spread the News
error: Content is protected !!