সেতুর রেলিং ভেঙে ব্রহ্মপুত্রে ট্রাক, হত ১

বরাক তরঙ্গ, ১৬ মে : মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। শোণিতপুর জেলার কলিয়াভমোরা সেতু থেকে একটি ট্রাক ব্রহ্মপুত্র নদে পড়ে যায়। এতে একজনের মৃত্যু ঘটে। তেজপুর থেকে কলিয়াবর যাওয়ার পথে ট্রাকটি দুর্ঘটনার শিকার হয়। 

পুলিশের প্রতিবেদন অনুসারে, ট্রাকটি সেতুর ডান পাশের রেলিং ভেঙে নদে পড়ে যায়। অতিরিক্ত পুলিশ সুপার মধুরিমা দাস বলেন, “মনে হচ্ছে ডান পাশের রেলিং ভেঙে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রহ্মপুত্রে পড়ে গেছে,”

দুর্ঘটনাটি প্রত্যক্ষকারী স্থানীয় পথচারীরা দ্রুত কর্তৃপক্ষকে অবহিত করেন, যার ফলে এনডিআরএফ এবং এসডিআরএফ মোতায়েন করা হয়। উদ্ধারকারী দল ডুবে যাওয়া ট্রাক থেকে একজনের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে, তবে ঘটনার সময় ট্রাকের ভেতরে কতজন ছিলেন তা এখনও স্পষ্ট নয়।

সেতুর রেলিং ভেঙে ব্রহ্মপুত্রে ট্রাক, হত ১

অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে, ডুবুরিরা নদে আরও হতাহতের খোঁজে তল্লাশি চালাচ্ছে। এদিকে, কর্তৃপক্ষ এখনও দুর্ঘটনার সঠিক কারণ নিশ্চিত করতে পারেনি এবং এই মর্মান্তিক দুর্ঘটনার কারণ নির্ধারণের জন্য তদন্ত চলছে।

Spread the News
error: Content is protected !!