মালিডহরের সেতুটিও ঝুঁকিপূর্ণ, সরব চার সংস্থার কর্মকর্তারা

অনিতা পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ২ জুলাই : বরাক উপত্যকায় ফের সক্রিয় হয়ে উঠেছে সিন্ডিকেট চক্র। জাতীয় সড়কে অবাধে চলছে ওভারলোডেড লরি, যার ফলে ইতিমধ্যেই ভেঙে পড়েছে কাটিগড়ার গ্যামন সেতু ও ভাঙ্গারপারের হারাং সেতু। মালিডহরের সেতুটিও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এতে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত ও জনদুর্ভোগ চরমে।

এই পরিস্থিতিতে কাটিগড়ার চারটি স্বেচ্ছাসেবী সংগঠন রামকৃষ্ণ যুব উন্নয়ন পরিষদ, জনকল্যাণ সেবা সংস্থা, ডিগাবর টি গার্ডেন ডেভেলপমেন্ট ক্লাব এবং কাটিগড়া টি ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন শতাধিক সচেতন নাগরিককে নিয়ে কাটিগড়ার সার্কেল অফিসে স্মারকপত্র জমা দেন।

মালিডহরের সেতুটিও ঝুঁকিপূর্ণ, সরব চার সংস্থার কর্মকর্তারা

স্মারকপত্রে জাতীয় সড়কে ওভারলোড লরি চলাচল সম্পূর্ণ বন্ধের দাবি জানানো হয়েছে। সংগঠনগুলোর হুঁশিয়ারি, এক সপ্তাহের মধ্যে কার্যকর পদক্ষেপ না নিলে গণতান্ত্রিক পথে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা।

মালিডহরের সেতুটিও ঝুঁকিপূর্ণ, সরব চার সংস্থার কর্মকর্তারা

Author

Spread the News