ভেঙে পড়ল সেতু, নদীতে তলিয়ে গেলেন ছয়জন

২৪ সেপ্টেম্বর : ডাম্পার-বাইক সহ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেতু। ছয়জন নিখোঁজ রয়েছেন বলে জানা যায়। রবিবার গুজরাটের সুরেন্দ্রনগর জেলার ভাস্তাদি এলাকায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ওই এলাকায় একটি পুরোনো সেতু ভেঙে পড়ে। যার ফলে একটি ডাম্পার এবং মোটরসাইকেল সহ একাধিক যানবাহন নদীতে পড়ে যায়।

প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, এই ঘটনায় কমপক্ষে ১০ জন নদীর জলের তোড়ে ভেসে যান। তাঁদের মধ্যে চারজনকে উদ্ধার করা হয়েছে। বাকি ছয়জনের খোঁজে তল্লাশি চলছে। খবর পেয়ে পুলিশ ও সরকারি আধিকারিকরা ঘটনাস্থলে যান। উদ্ধার করা লোকজনকে নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

জেলাশাসক কেসি সম্পথ জানান, চুরা তহসিলের সঙ্গে সংযোগকারী সেতুটি ৪০ বছরের পুরোনো। সেতু দিয়ে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা ছিল। একটি ডাম্পার সেটির ওপর দিয়ে যাচ্ছিল, সেই সময় সেতুটি ভেঙে পড়ে।

Author

Spread the News