নিখোঁজ ছাত্রছাত্রীর লাশ জঙ্গল থেকে উদ্ধার

বরাক তরঙ্গ, ১০ ফেব্রুয়ারি : ২১ দিন থেকে নিখোঁজ ছাত্রছাত্রীর লাশ জঙ্গল থেকে উদ্ধার হল। ধেমাজি থানা অধীন সুবাহি অসম-অরুণাচল সীমান্তের জঙ্গলে দুই জনের দেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

সূত্রের খবর, ২১ দিন আগে সুবাহি থেকে নিখোঁজ হয়েছিলেন তাঁরা। নিহত ছাত্রের নাম জিতু গগৈ। জিতু প্রথম বর্ষের স্নাতক ছাত্র এবং ছাত্রী নবম শ্রেণিতে পড়তেন। স্থানীয়দের সন্দেহ, ২০ জানুয়ারি তাঁরা দুজনেই পালিয়ে যান। আর আজ, ২১ দিন পর, রহস্যজনকভাবে দেহটি বনের মাঝখানে মৃতদেহ পাওয়া গেছে। ইতিমধ্যেই দু’টি দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতদেহ উদ্ধারের পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিখোঁজ ছাত্রছাত্রীর লাশ জঙ্গল থেকে উদ্ধার
নিখোঁজ ছাত্রছাত্রীর লাশ জঙ্গল থেকে উদ্ধার

Author

Spread the News