মঙ্গলবার দুপুরে পৌছবে কমলেন্দু ভট্টাচার্যের মরদেহ

বরাক তরঙ্গ, ২৮ জুলাই : মঙ্গলবার দুপুরে শিলচরে পৌঁছবেন অধ্যাপক কমলেন্দু ভট্টাচার্যের মরদেহ নিয়ে পরিবারের লোকরা। এদিন দুপুর ১টা ১০ মিনিটে কুম্ভীরগ্রাম বিমানবন্দরে এসে পৌঁছবে তাঁর মরদেহ। সেখান থেকে ২টায় রওনা দিয়ে প্রয়াতের পার্থিব দেহ নিয়ে যাওয়া হবে কলেজ রোডের তাঁর নিজ বাসভবনে। এরপর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিয়ে যাওয়া হবে মরদেহ, যাতে সহকর্মী, অনুরাগী ও প্রাক্তন ছাত্ররা তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারেন।প্রথমে বিকেল ৩টে ৪৫-এ নিয়ে যাওয়া হবে তাঁর দীর্ঘদিনের কর্মস্থল জি সি কলেজে। সেখান থেকে অগ্রণী ক্লাবে পৌঁছবে ৪টায়। শববাহী শকট রওনা হবে রেডক্রস শাখার উদ্দেশে। রেডক্রস-এ শ্রদ্ধা নিবেদন হবে সাড়ে ৪টা। বিকেল ৪টা ৪৫ নাগাদ কংগ্রেস কার্যালয়ে। এরপর ৫টায় ইন্ডিয়া ক্লাব এবং ৫টা ১৫ মিনিটে শিলচর ডিএসএ। অবশেষে বিকেল ৫টা ৩০ মিনিটে শবযাত্রা পৌঁছবে শ্মশানঘাটে। শেষকৃত্য সম্পন্ন হবে সেখানেই।

উল্লেখ্য, গত ২৬ জুলাই কলকাতায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন রাজ্যসভার প্রাক্তন সদস্য, অসম প্রদেশ কংগ্রেস কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক ও শিলচর জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সভাপতি কমলেন্দু ভট্টাচার্য।

Spread the News
error: Content is protected !!