লিভ-ইন প্রেমিক যুগলের ঘর থেকে যুবতীর লাশ উদ্ধার, মিলল মাদক সহ দেড় লক্ষ টাকা, আটক ১
বরাক তরঙ্গ, ২৫ অক্টোবর : গুয়াহাটিতে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। নগরের হাতিগাঁও এলাকার লক্ষ্মীনগরে একটি ভাড়াবাড়ির ঘর থেকে এক তরুণীর মৃতদেহ উদ্ধার হয়েছে গভীর রাতে।
সংবাদমাধ্যমে দেওয়া তথ্য অনুযায়ী, লক্ষ্মীনগরের শ্রীকৃষ্ণ পথের হাউস নম্বর ১২-তে প্রায় দেড় মাস আগে এক যুগল প্রেমিক-প্রেমিকা লিভ-ইন সম্পর্কে থেকে ভাড়াটে হিসেবে বসবাস শুরু করেছিলেন। বাড়ির মালিক জানিয়েছেন, পরিচয়পত্র যাচাইয়ের পরই তিনি ঘরটি ভাড়া দিয়েছিলেন। ওই যুবকের নাম রোহন কাশ্যপ ওরফে নয়ন দাস ওরফে প্রিন্স হান্টার, যিনি ভেটাপাড়ার বাসিন্দা।
বাড়ির মালিকের বক্তব্য অনুযায়ী, প্রায় এক সপ্তাহ আগে ভাড়াটে তরুণীটি বকো গ্রামের নিজের বাড়িতে গিয়েছিলেন। এদিকে, যুবক রোহনও কয়েকদিন ধরে ভাড়াবাড়িতে উপস্থিত ছিলেন না। এরপর বৃহস্পতিবার রাতে রোহন কাশ্যপ ফিরে আসে ঘরে। রাত প্রায় ১১টার দিকে বাড়ির মালিক ঘরের বাইরে থেকে এক নারীর কণ্ঠ শুনতে পান এবং মনে করেন, সেটি সেই ভাড়াটে তরুণীরই কণ্ঠস্বর।
শুক্রবার বিকেল প্রায় ৩টা ৩০ মিনিটে বাড়ির মালিক শেষবারের মতো রোহনের সঙ্গে দেখা করেন। রোহন জানান, তিনি কাছের দোকানে যাচ্ছেন বলে বেরিয়ে যান। এরপর সন্ধ্যা ৭টা ৩০ মিনিট নাগাদ বকো থেকে ফিরে আসে রোহনের সঙ্গে থাকা ভাড়াটে তরুণী। ঘরে ঢুকতেই তিনি বিছানার উপর কম্বল দিয়ে ঢাকা অবস্থায় এক অচেনা তরুণীর মৃতদেহ দেখতে পান।
ভয়ে তিনি সঙ্গে সঙ্গে বাড়ির মালিককে খবর দেন। দু’জনে মিলে মৃতদেহটি কাছ থেকে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহের পাশ থেকে নগদ প্রায় দেড় লক্ষ টাকা, মাদকদ্রব্য এবং বেশ কিছু সন্দেহজনক বস্তু উদ্ধার করে। পরে ফরেনসিক দল ঘটনাস্থল পরীক্ষা করে দেখে।
এদিকে, অভিযুক্ত প্রেমিক রোহন কাশ্যপ ওরফে প্রিন্স হান্টার বর্তমানে পলাতক। বাড়ির মালিক জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় রোহনের সঙ্গে ফোনে যোগাযোগ হলে সে জানায়, লালগণেশ এলাকা থেকে আসছে; তবে পরে আর ফিরে আসেনি।
তথ্য অনুযায়ী, রোহন কাশ্যপ একজন বিবাহিত ব্যক্তি এবং তাঁর এক কন্যা সন্তানও রয়েছে। এখন প্রশ্ন উঠেছে—কে এবং কেন খুন করল ওই অচেনা তরুণীকে? রোহন কাশ্যপই কি এর পেছনে রয়েছে?
উল্লেখ্য, শুক্রবার রাতেই পুলিশ অচেনা তরুণীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ইতিমধ্যে পুলিশ ভাড়াটে প্রেমিকাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

