লক্ষীপুরে বন‍্যার জলে তলিয়ে যাওয়া যুবকের দেহ উদ্ধার

কেএইচ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ৪ জুন : লক্ষীপুরের দেওয়ান জিপির লালাঙে বন্যার জলে তলিয়ে যাওয়া যুবকের দেহ উদ্ধার হল। বুধবার সকালে সাত নম্বর বস্তির জিতেন বাগতি (৪০) দেহ ভেসে ওঠে। এরপর পুলিশে খবর দিলে পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

উল্লেখ্য, জিতেন বাগতি হলেন জীবন বাগতির পুত্র। তিনি মঙ্গলবার দুপুরে বন‍্যার জলে পড়ে নিখোঁজ হয়ে যান। স্থানীয় নালায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন। ঘটনার পাওয়ার পর লক্ষীপুর থানার ওসি শঙ্কর দয়াল এসডিআরএফ বাহিনী নিয়ে সেখানে উপস্থিত হন। উদ্ধারকারী দল সন্ধ্যা পর্যন্ত তাল্লাশি অভিযান চালিয়ে কোন সন্ধান পায়নি।

লক্ষীপুরে বন‍্যার জলে তলিয়ে যাওয়া যুবকের দেহ উদ্ধার
Spread the News
error: Content is protected !!