রুকনি নদীতে তলিয়ে যাওয়া কিশোরের দেহ ভেসে উঠল সুন্দরীতে

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ২১ জুলাই : রুকনি নদীতে নিখোঁজ পুনিরমুখের ২১ বছর বয়সী যুবক রশিদ আহমদ লস্করের দেহ ভেসে উঠল। সোমবার সকালে সোনাইর সুন্দরী এলাকায় রুকনি ও সোনাই নদীর সঙ্গমস্থলে উদ্ধার হয় তার মৃতদেহ। এসডিআরএফ বাহিনী উদ্ধার করে দেহ।

শনিবার বিকেল আনুমানিক ৫টা নাগাদ রশিদ আহমদ লস্কর রুকনি নদীতে স্নান করতে যান। দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় তাঁর বাবা সুনাম উদ্দিন লস্করের মনে উদ্বেগ সৃষ্টি হয়। সন্ধ্যা হয়ে যাওয়ার পরেও ছেলের খোঁজ না পেয়ে তিনি নিজেই খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাঁর ভাতিজা জানায়, রশিদের চপ্পল ও গামছা নদীর পাড়ে পড়ে থাকতে দেখা গেছে। এই খবর শুনেই সুনাম উদ্দিনের মনে সন্দেহ হয় যে তাঁর ছেলে হয়তো নদীতে তলিয়ে গেছেন।
খবর পেয়ে পরিবারের সদস্য এবং গ্রামবাসীরা দ্রুত নদীতে নেমে সাবিরের খোঁজে তল্লাশি শুরু করেন। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও তাঁকে খুঁজে পাওয়া যায়নি।

রশিদের বাবা জানিয়েছেন, রশিদ আহমদ শারীরিকভাবে কিছুটা বিকলাঙ্গ ছিলেন। তাঁর হাত-পায়ের আকার স্বাভাবিকের চেয়ে ছোট হলেও মানসিকভাবে তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন এবং ভালোভাবে কথাবার্তা বলতে পারতেন। শারীরিকভাবে অক্ষম হওয়ায় পরিবার ও প্রতিবেশীর কাছে তিনি অত্যন্ত আদরের ছিলেন। ১৯ বছর বয়স হওয়া সত্ত্বেও তিনি বর্তমানে সঞ্জয় গান্ধী এমই স্কুলের ছাত্র ছিলেন।

Spread the News
error: Content is protected !!