রুকনি নদী থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, চাঞ্চল্য চান্নিঘাটে

বরাক তরঙ্গ, ১২ অক্টোবর : নিখোঁজ কিশোরীর লাল কাপড় দিয়ে মুখ ঢাকা অবস্থায় নদী থেকে মৃতদেহ উদ্ধার হল। রবিবার সকালে চান্নিঘাট এলাকায় রুকনি নদীতে মৃতদেহটি স্থানীয়রা দেখতে পান। খবর ছড়িয়ে পড়তেই লোকদের ভিড় জমে উঠে। এরপর স্থানীয়রা ধলাই পুলিশে খবর দেন। মৃতদেহটি আরাধনপুরের বছর ১৫র অনিতা দাসের বলে সনাক্ত করেন পরিবারের লোকরা।
পরিবারের পক্ষ থেকে জানা যায়, শুক্রবার রাত সাতটা নাগাদ ঘর থেকে নিখোঁজ হয় অনিতা। এরপর তাঁরা অনেক খোঁজাখুঁজি করে কোনও সন্ধান না পেলে স্থানীয় গ্রুপ সদস্যের বাড়িতে গিয়ে বিষয়টি জানান। গ্রুপ সদস্য একদিন দেখে পরবর্তীতে থানায় মিসিং রিপোর্ট করার পরামর্শ দেন। সেই মতে আজ রবিবার পরিবারের লোকরা লায়লাপুর পুলিশ ফাঁড়িতে মিসিং রিপোর্ট করতে পৌঁছান। এমতাবস্থায় নদীতে লাশ উদ্ধারের খবর পৌঁছে থানায়। এ খবর পেয়ে অনিতার মা ও মাসি সঙ্গে সঙ্গে চান্নিঘাট গ্রামে পৌঁছেন এবং তারা সনাক্ত করেন অনিতা দাসের মৃতদেহ বলে। তবে ঘটনাটি রহস্যজনক হয়ে উঠেছে। নিখোঁজ অনিতা দুর্বৃত্তের হাতে প্রাণ হারিয়েছেন কিনা এ নিয়ে স্থানীয়দের মনে প্রশ্ন উঁকি মারছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যালের মর্গে পাঠিয়েছে এবং তদন্ত শুরু করেছে।