ডেঙ্গুরাছড়ায় স্থানীয় যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

বরাক তরঙ্গ, ১৩ নভেম্বর : পাথারকান্দির লোয়াইর‌পোয়া এলাকার হাতিখিরা চা-বাগান সংলগ্ন ডেঙ্গুরাছড়া এলাকা থে‌কে যুবকের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য বিরাজ করছে এলাকায়। সোমবার সকালে মৃ‌তের বা‌ড়ি থে‌কে কিছুটা দুরে ডেঙ্গুরাছড়া গ্রামীণ সড়কের পা‌শে থাওবানের মরদেহ পড়ে থাকতে দেখেন পথচারীরা। প্রত‌্যক্ষদর্শীরা মৃ‌ত যুবকের প‌রিবা‌রের লোক সহ বাজারিছড়া থানার পু‌লি‌শকে বিষয়টি জানান। এমন খবরে মৃ‌তের পরিবারের লোকজন সহ আত্মীয়রা অকুস্থ‌লে পৌ‌ছলে কান্নায় ভেঙে পড়েন। পরে বাজারিছড়া থানার পুলিশ উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেয়।তবে কি ভাবে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। হাতাইয়ারবন্দ গ্রামের বাসিন্দা পেশায় মোটর চালক মৃত যুবক।

জানা গেছে, মৃত যুবক‌ের বাড়িতে মা সহ এক বোন ও এক ভাই রয়েছেন। প‌রিবা‌রের একমাত্র উপার্জনকা‌রী সে-ই ছিল। তার এই অকাল মৃত‌্যু‌তে প‌রিবারটি অসহায় হ‌য়ে প‌ড়ে‌ছে। তাই গ্রামবাসী তার মৃত্যু রহস্য উদঘাটনের পাশাপাশি অসহায় প‌রিবার‌কে সরকা‌রি সাহায‌্য পাই‌য়ে দি‌তে স্থানীয় পাথারকান্দি সার্কল অফিসার, করিমগঞ্জের জেলা আয়ুক্ত, বিধায়‌ক কৃষ্ণেন্দু পালের কাছে জোরালো দাবি জানিয়েছেন।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।

Author

Spread the News