নাচে-গানে পালন কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের জন্মজয়ন্তী
দীপ দেব ও বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৪ আগস্ট : যথাযোগ্য মর্যাদায় কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের ৯৫ তম জন্মজয়ন্তী পালন করল কিশোর কুমার ফ্যানস্ ক্লাব। রবিবার কিশোর কুমার ফ্যানস্ ক্লাবের উদ্যোগে অন্যান্য বছরের ন্যায় এবারও অমর শিল্পী কিশোর কুমারের জন্মজয়ন্তী উপলক্ষে সকালে সঙ্গীতশিল্পী সুজিত কুমার দাসের সঞ্চালনায় শিলচর সার্কিট হাউস রোডে থাকা কিশোর কুমারের আবক্ষ মূর্তিতে এই অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিরা মাল্যদান, পুষ্পার্ঘ্য অর্পণ সহ সমবেত সঙ্গীত পরিবেশন করা হয়।
এ দিন সন্ধ্যা সাতটা থেকে মেহেরপুর আয়ুষ্মান বিবাহ ভবনে কিশোর কুমার ফ্যানস্ ক্লাবের পরিচালনায় এবং বিপ্লবী উল্লাসকর বিদ্যাভবনের প্রাক্তন ছাত্র সংস্থার ব্যবস্থাপনায় কিংবদন্তি শিল্পী কিশোর তথা আভাস কুমার গাঙ্গুলির ৯৫তম জন্মজয়ন্তী উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। প্রথমে অনুষ্ঠানের সূচনা হয় মাঙ্গলিক পঞ্চপ্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সূচনা করেন এই অঞ্চলের বিশিষ্ট নাগরিক উদয়শঙ্কর গোস্বামী, প্রাক্তন পুর কমিশনার সাধন পুরকায়স্থ, অসীম মোদক, বাবুল হোড়, কিশোর কুমার ফ্যানস্ ক্লাবের সম্পাদক সুজিত কুমার দাস প্রমুখ।
এরপর একের পর এক বিভিন্ন বয়সের সঙ্গীতশিল্পীরা কিশোর কুমারের গান পরিবেশন করে উপস্থিত দর্শকদের মনকে উৎফুল্ল করে তোলেন। কিশোর কুমার ফ্যানস্ ক্লাবের সম্পাদক সুজিত কুমার দাস বলেন, কিশোর কুমার ভারতীয় সিনেমার উজ্বলতম নক্ষত্র। নাচ, গান, অভিনয় সব দিকেই সমান পারদর্শী ছিলেন তিনি। তাঁর মতো বহুমুখী প্রতিভাধর শিল্পী ভারতীয় সিনেমায় বিরল। কিশোর কুমার এমন একজন শিল্পী যিনি পর পর আটবার ফিল্মফেয়ার অ্যাওর্য়াড পান। যা এখনও পর্যন্ত কেউ ভাঙতে পারেননি। সেই সঙ্গে তিনি একজন খুব বিখ্যাত ব্যক্তি, পাশাপাশি তিনি একজন অভিনেতা, গীতিকার, সুরকার, প্রযোজক, পরিচালক এবং চিত্রনাট্যকারও ছিলেন। হিন্দি ছবিতে গান গাওয়ার পাশাপাশি তিনি বাংলা, মারাঠি, অসম, গুজরাটি, কন্নড়, ভোজপুরি, মালায়লাম, উড়িষা এবং উর্দু সহ অনেক ভাষায় গান গেয়েছেন।
এদিন অন্যান্যদের মধ্যে সহযোগিতায় ছিলেন সঙ্গীতশিল্পী পরিমল পুরকায়স্থ, পল্লবী দাস, মৌসুমী পাল, গীটার বাদক স্নেহা পুরকায়স্থ, সঙ্গীতশিল্পী সুমন্ত চক্রবর্তী। উপস্থিত ছিলেন সমাজকর্মী সঞ্জীব রায়, বন্দিতা ত্রিবেদী রায় সহ উক্ত ক্লাবের সভাপতি তৈমুর রাজা চৌধুরী অন্যান্যরা। সকালের পর্বে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাগরিক সুজন দত্ত, বাবুল হোড় সহ অনেকে।