অসম সাহিত্য সভা শিলচর শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ১ জুন : অসম সাহিত্য সভা শিলচর শাখার ২০২৩-২৫ দ্বিবার্ষিক সম্মেলন ৩১ মে এবং ১ জুন অনুষ্ঠিত হয়। শাখার সভাপতি ড. যোগেশ্বর বর্মণের সভাপতিত্বে শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন অসম সাহিত্য সভা, রামধেনু উপ-কমিটির সহ-সভাপতি ড. রাজীব দে। সভার সূচনা করেন সচিব মনমোহন কটকি। তিনি উদ্দেশ্য ব্যাখ্যা এবং প্রতিবেদন পাঠ করেন। 
বক্তৃতায় যোগেশ্বর বর্মণ গত দুই বছরে সদস্যদের সহায়তার জন্য ধন্যবাদ জানান এবং বরাক ও ব্রহ্মপুত্রের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে শাখার ভূমিকা তুলে ধরেন। সভায় বটবাবু রাজবংশীকে সভাপতি এবং আইরিস বর্মণকে সম্পাদক নির্বাচিত করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় দিনের শুরুতে রবিবার শাখার পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন সভাপতি ড. বর্মণ। শহিদ তর্পন করেন সমাজসেবী স্বর্ণালি চৌধুরী।  স্মরণসভার পর একটি বহুভাষিক কবি সম্মেলন এবং উন্মুক্ত অধিবেশন অনুষ্ঠিত হয়। সম্মেলনে অসমিয়া, বাংলা, মণিপুরি, ডিমাসা এবং হিন্দি ভাষার বিশিষ্ট কবিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রাজীব দে শাখার স্মরণিকার মোড়ক উন্মোচন করেন। সভাপতির বক্তৃতা এবং ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভাটি শেষ হয়।

অসম সাহিত্য সভা শিলচর শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
Spread the News
error: Content is protected !!