শিলচরে জুরে বোলিং ট্রায়ালে অস্ট্রেলিয়ান কোচ, ৪৯ জনকে বাছাই

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ১৮ মে : শনিবার শিলচর ডিএসএ-তে অনুষ্ঠিত হল অসম ক্রিকেট সংস্থা (এসিএ)-র ক্রিকেট অ্যাকাডেমির উদ্যোগে ফাস্ট বোলার খুঁজে বের করার ওপেন ট্রায়াল। শিলচর ডিএসএ-র সতীন্দ্রমোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামে এই শিবিরে বরাক উপত্যকা এবং বহির্বরাকের ৫৩৯ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। এর মধ্যে ৪৯ জনকে চূড়ান্ত শিবিরের জন্য গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে চূড়ান্ত ট্রায়ালের জন্য ডাকা হয়েছে।

অংশ নিলেন বরাক এবং বহির্বরাকের ৫৩৯ জন খেলোয়াড়

ট্রায়াল নিতে এসিএ ক্রিকেট অ্যাকাডেমির চিফ কোচ লুক উইমব্রিজ সহ প্রতীক দত্ত, হীরকজ্যোতি তালুকদার ও বিদ্যুৎ তালুকদার ডিএসএ-র ইন্ডোর নেটে উঠতি বোলারদের গতির পরীক্ষা নেন।

শিলচরে জুরে বোলিং ট্রায়ালে অস্ট্রেলিয়ান কোচ, ৪৯ জনকে বাছাই
অস্ট্রেলিয়ান কোচ লুক উইমব্রিজের সঙ্গে করিমগঞ্জ ভাঙ্গা এলাকার ফাস্ট বোলার সলমন খুরশিদ তাপাদার।

ভাঙ্গার সলমন খুরশিদ তাপাদার এদিন ঘণ্টায় ১২৬ কিলোমিটার গতিতে বল করতে সক্ষম হয়েছেন। ঊর্ধ্ব ১৯ বিভাগে অংশ নেন তিনি। এছাড়া ১২১ কিলোমিটারে বল করেছেন মুল্লাগঞ্জের শাকির হুসেন। শাকির করিমগঞ্জ জেলা দলের সদস্য।

এদিনের ট্রায়ালে কোচদের  সহযোগিতা করেন ডিএসএ-র অ্যাকাডেমির নিয়মিত কোচ দেবব্রত পাল, দেবজ্যোতি পাল, রঞ্জ চন্দ, বিপ্লব শর্মা পুরকায়স্থ এসিএ কোচদের সহযোগিতা করেন। এছাড়া ডিএসএ-র সহকারী ক্রিকেট সচিব দীপঙ্কর দেব সহ ক্রিকেট শাখার সদস্যরা ছিলেন।

শিলচরে জুরে বোলিং ট্রায়ালে অস্ট্রেলিয়ান কোচ, ৪৯ জনকে বাছাই
শিশিরের মূহুর্ত।

সকালে উদ্বোধন পর্বে ডিএসএ সভাপতি শিবব্রত দত্ত, ভারপ্রাপ্ত সচিব দেবাশিস সোম, স্টেডিয়াম সচিব আশিস চক্রবর্তী, গ্রাউন্ড সচিব কৌশিক রায় সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Author

Spread the News