সীমা‌ন্তের বারইগ্রা‌মে বাংলাদেশি ডাকাত দলের হানা, শূন্যে গু‌লি

বরাক তরঙ্গ, ২৬ এপ্রিল : ক‌রিমগঞ্জ জেলার পাথারকা‌ন্দি থানাধীন দ‌ক্ষিন ক‌রিমগঞ্জ কেন্দ্রের ভারত-বাংলা সীমা‌ন্তের বারইগ্রাম এলাকার আমলা গ্রা‌মে ‌মঙ্গলবার গ‌ভীর রা‌তে বি‌ভিন্ন অ‌স্ত্রে স‌জ্জিত হ‌য়ে একদল বাংলা‌দেশী ডাকাত সীমান্ত টপ‌কে ডাকাতি করতে এসে গ্রামবাসীদের প্রতি‌রো‌ধের মু‌খে প‌ড়ে। প‌রে তারা অবস্থা বেগ‌তিক দে‌খে পা‌লি‌য়ে যাবার প‌থে জমা‌য়েত জনগণকে তা‌ড়ি‌য়ে দি‌তে বেশ ক‌য়েক রাউন্ড গু‌লিও ছোঁ‌ড়ে। শে‌ষে গ্রামবাসীদের পাল্টা তাড়া খেয়ে বন্দুক সহ অন্যান্য সামগ্রী ফেলে গা ঢাকা দেয় ডাকাত দল‌টি। দুঃসাহসিক এই ঘটনায় গোটা এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে। 

সীমা‌ন্তের বারইগ্রা‌মে বাংলাদেশি ডাকাত দলের হানা, শূন্যে গু‌লি

এদিকে,  আমালা গ্রামের গ্রুপ সদস্য আব্দুল সালাম সহ অন্যরা জানান, মঙ্গলবার গভীর রাতে কালো রঙের পোশাক পরিহিত একটি ডাকাত দলের গতিবিধি লক্ষ্য করেন স্থানীয়রা। বিষয়টি চাউর হতেই গ্রামবাসীরা সতর্ক হয়ে তাদেরকে এক সময় ঘেরাও করার চেষ্টা করেন।ঠিক তখনই ডাকাত দল গ্রামবাসীদের জড়ো হওয়ার বিষয়টি টের পেয়ে শূন্যে গুলি ছুড়ে। শেষ পর্যন্ত গ্রামবাসীদের তাড়া খেয়ে ডাকাত দল একটি বন্ধুক সহ তার কাঁটার যন্ত্র সহ বাংলাদেশি সিগারেট ফেলে পা‌লি‌য়ে যে‌তে সক্ষম হয়। প‌রে বারইগ্রাম পুলিশকে খবর দেওয়া হ‌লে তারা তদন্তে নেমে বন্দুক সহ অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করার পাশাপাশি ঘটনাটি তদন্ত অব্যাহত রাখলেও এই প্রতিবেদন সংগ্রহ পর্যন্ত এ‌তে জ‌ড়িত কাউ‌কে গ্রেপ্তারের কোন খবর পাওয়া যায়‌নি।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।

Author

Spread the News