দিনব্যাপী ধর্মঘট পালন অসম প্রভিন্সিয়াল ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৯ জুলাই : সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে বুধবার কেন্দ্রীয় সরকারের জনবিরোধী অর্থনৈতিক নীতি এবং শ্রমিক বিরোধী, শ্রম সংস্কারের বিরুদ্ধে অসম প্রভিন্সিয়াল ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন কাছাড় জেলা কমিটির সদস্য-সদস্যারা দিনব্যাপী ধর্মঘট পালন করেন শিলচরে। এদিনের দাবি গুলোর মধ্যে সরকারি খাতের ব্যাঙ্ক ও বীমা সংস্থাগুলিকে আরও শক্তিশালী করা, ব্যাঙ্ক, এলআইসি এবং পিএসজিআই-তে বেসরকারিকরন ও ডিনভেস্টমেন্ট বন্ধ করা, সাধারণ বীমা সংস্থাগুলিকে একত্রিত করে একটি প্রতিষ্ঠানের রূপান্তর করা, আউটসোর্সিং এবং চুক্তিভিত্তিক চাকরি বন্ধ করা, পশ্চাদপদ শ্রম আইন চাপিয়ে না দেওয়া প্রভৃতি দাবিতে এপিবিইএ, এআইবিওএ, বিইএফ জিডিআইইএ, এনইআরজিআইইএ বেসরকারি ব্যাঙ্ক কর্মচারী সংস্থার কাছাড় জেলার উপস্থিত কর্মচারীরা শ্লোগান দিয়ে আঁকাশ-বাতাশ কাঁপিয়ে তোলেন।
বক্তব্যে বলেন, ব্যাঙ্ক ইউনিয়নগুলি ক্রমবর্ধমান বেকারত্ব, কর্মসংস্থানের সৃষ্টি হ্রাস এবং স্থায়ী পদের পরিবর্তে চুক্তিভিত্তিক ও স্থায়ী কর্মসংস্থানের প্রবণতা নিয়েও গুরুতর উদ্বেগ প্রকাশ করছে। তারা অভিযোগ করেছে যে সরকারের শ্রম সংস্কার শ্রমিকদের গুরুত্বপূর্ণ সুরক্ষা থেকে বঞ্চিত করেছে, দীর্ঘ কর্মঘণ্টার সুযোগ করে দিয়েছে, ইউনিয়ন অধিকার দমন করেছে এবং শ্রমিকেরএর সংজ্ঞা হ্রাস করেছে যার ফলে লক্ষ লক্ষ মানুষ শ্রম সুবিধা থেকে বাদ পড়েছে।
এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের শিলচর শাখার দেবদত্তা বিশ্বাস, ব্যাঙ্ক অব বরোদার শিলচর শাখার সুরোজ বণিক, কানারা ব্যাঙ্কের শিলচর শাখার রত্নরাজ বোস, ইউনিয়ন ব্যাঙ্কের শিলচর শাখার হিল্লোল দে, ব্যাঙ্ক অব ইন্ডিয়ার শিলচর শাখার পার্থ চৌধুরী, ইউনিয়ন ব্যাঙ্কের শিলচর শাখার প্রণয় দত্তগুপ্ত প্রমুখ।