মণিপুরে পৌঁছলেন সেনা প্রধান

২৭ মে : স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী সোমবার জাতি দাঙ্গায় বিধ্বস্ত মণিপুরে (Manipur) যাবেন। তার আগে সেনা প্রধান মনোজ পাণ্ডে দু’দিনের জন্য ওই পাহাড়ি রাজ্যে গেলেন । তিনি সেনা চৌকিতে জওয়ানদের সঙ্গে দেখা করে পরিস্থিতি বোঝার চেষ্টা করবেন।

দেশের মধ্যে কাশ্মীরের পর উত্তর পূর্বের ওই ছোট্ট রাজ্যটিতেই সবচেয়ে বেশি সেনা মোতায়েন আছে এখন। ১৩৫ কলম সেনা এবং আধা সেনা অসম রাইফেলসের জওয়ান সেখানে মোতায়েন আছে। প্রতি কলমে একশো জওয়ান থাকেন। কাশ্মীর বাদে বিগত বহু বছর কোনও রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষায় এত বিপুল সংখ্যায় সেনা মোতায়েন করতে হয়নি। কাশ্মীর ছাড়া আর কোথাও স্বয়ং সেনা প্রধানের (Army chief) বিগত বহু বছর অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে যাওয়ারও নজির নেই।

Author

Spread the News