অমৃত ভারত প্রকল্পে ত্রিপুরার ৪ স্টেশন, আধুনিকীকরণে বদলে যাবে আগরতলা-ধর্মনগরের চেহারা
যশপাল সিং, আগরতলা।
বরাক তরঙ্গ, ২০ আগস্ট : রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লবকুমার দেব জানিয়েছেন ত্রিপুরার চারটি গুরুত্বপূর্ণ রেল স্টেশনকে ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের অধীনে আধুনিকীকরণের জন্য চিহ্নিত করা হয়েছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সংসদে দেওয়া এক প্রশ্নের জবাবে এই তথ্য উঠে এসেছে বলে দেব তাঁর সামাজিক মাধ্যমে উল্লেখ করেন। এই প্রকল্পে আগরতলা, ধর্মনগর, কুমারঘাট এবং উদয়পুর স্টেশনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি আরও জানান, আরও জানান, দীর্ঘমেয়াদী পরিকল্পনায় রেল স্টেশনগুলির আধুনিকীকরণ, উন্নত পরিষেবা ও যাত্রী স্বাচ্ছন্দ্যকে প্রাধান্য দেওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য। এই খাতে উন্নয়নের কাজ মোদি সরকারের আমলে পূর্ববর্তী ইউপিএ সরকারের তুলনায় প্রায় সাড়ে ছয় গুণ বৃদ্ধি পেয়েছে বলেও তিনি উল্লেখ করেন। অমৃত ভারত প্রকল্পের অধীনে চিহ্নিত স্টেশনগুলিতে উন্নয়নমূলক কাজের পরিসংখ্যানও তুলে ধরা হয়েছে।
আগরতলা স্টেশনে লিফটের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং ১২ মিটারের একটি নতুন ফুট ওভারব্রিজ ও স্টেশন বিল্ডিং-এর কাজ হাতে নেওয়া হয়েছে। একইভাবে, ধর্মনগর স্টেশনে প্ল্যাটফর্ম শেল্টার, অ্যাপ্রোচ রোড এবং বাউন্ডারি দেওয়ালের কাজ শেষ হয়েছে; সার্কুলেটিং এরিয়া, ফুটব্রিজ ও এসকেলেটরের উন্নতির কাজ গৃহীত হয়েছে। অন্যদিকে, কুমারঘাট স্টেশনে নতুন ফুট ওভারব্রিজ, সার্কুলেটিং এরিয়ার উন্নতি, অ্যাপ্রোচ রোড, নতুন ওয়েটিং হল এবং প্ল্যাটফর্ম শেল্টারের মতো একাধিক কাজ হাতে নেওয়া হয়েছে। উদয়পুর স্টেশনেও নতুন ফুট ওভারব্রিজ, ওয়েটিং হল এবং শৌচালয়ের উন্নতির কাজ গৃহীত হয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে রাজ্যের রেল যোগাযোগ ব্যবস্থা ও যাত্রী পরিষেবা এক নতুন উচ্চতায় পৌঁছবে বলে আশা প্রকাশ করলেন বিপ্লবকুমার দেব।