বাকশিল্প চর্চাকেন্দ্র শিলচরের বার্ষিক অনুষ্ঠান ৩০ নভেম্বর
বরাক তরঙ্গ, ২৮ নভেম্বর : কথা বাকশিল্প চর্চাকেন্দ্র শিলচরের বার্ষিক অনুষ্ঠানকে ঘিরে গুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে আয়োজকরা। বৃহস্পতিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে চর্চা কেন্দ্রের সদস্যারা জানান, ভাষিক শিল্প চর্চার একটি প্রতিষ্ঠান হলো কথা বাকশিল্প চর্চাকেন্দ্র। যেখানে কচিকাঁচা থেকে ধরে সব বয়সের ছেলে-মেয়েদের শুদ্ধ বাচন ভঙ্গির উচ্চারণ এবং বাংলা ভাষা চর্চার প্রশিক্ষণ দিয়ে আসছেন কেন্দ্রের কর্মকর্তারা। এবারের বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে আয়োজকদের অনুষ্ঠান সুচিতে রয়েছে ছোটদের আলেখ্য।কবি শক্তিপদ ব্রহ্মচারীর জীবন ও চরিত্রের উপর আয়োজিত হবে স্মরণানুষ্ঠান।
এছাড়াও বাঙালির বাবু সংস্কৃতিকে মাথায় রেখে আলেখ্য “বাবু-বিবি” সংবাদ পরিবেশন করবেন এদতঞ্চলের শিল্পীরা। বাকশিল্প চর্চা কেন্দ্রের বার্ষিক অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে কলকাতার আলাপ শ্রুতি নাট্যদলের পরিবেশনায় মঞ্চস্থ করা হবে শ্রুতি নাটক। বার্ষিক অনুষ্ঠানের বিস্তারিত বিষয় তুলে ধরে আগামী ৩০ নভেম্বর স্থানীয় বঙ্গভবনে সকলের উপস্থিতি কামনা করেছেন আয়োজকরা। সাংবাদিক সম্মেলনে বাকশিল্প চর্চাকেন্দ্রের সহ সভানেত্রী শান্তশ্রী সোম, সাধারণ সম্পাদিকা শম্পা পাল, প্রাক্তন সদস্যা মুক্তা দে, সহকারী সম্পাদিকা পঞ্চতপা চৌধুরী ও কোষাধ্যক্ষ বিপ্লব বিশ্বাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।