বাংলাদেশে ভয়ঙ্কর ঘটনাপ্রবাহ : মঙ্গলবার শিলচরে মিছিলের ডাক
বরাক তরঙ্গ, ২৮ নভেম্বর : বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে, বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র, চট্টগ্রাম পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী-র নিঃশর্ত মুক্তির দাবি, সেখানকার ধর্মীয় উপাসনালয়-প্রতিষ্ঠান সম্পূর্ণ নিরাপত্তা প্রদান এবং হিন্দু-বৌদ্ধ সমাজকে সুরক্ষা নিশ্চিত করা সহ সেই দেশে গণতান্ত্রিক আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে মঙ্গলবার ৩ ডিসেম্বর বেলা বারোটায় এক মিছিল কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। এই মিছিল শুরু হবে শিলচর ডিএসএ-র সামনে থেকে।
বৃহস্পতিবার ‘ইন্ডিয়ান ফোরাম ফর বাংলাদেশ পিস’-এর উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন কবি-সাংবাদিক অতীন দাশ। সভায় বাংলাদেশের পৈশাচিক, বর্বরোচিত ঘটনাপ্রবাহের তীব্র নিন্দা ও ধিক্কার জানানো হয়। এ ব্যাপারে একের পর এক কর্মসূচি গ্রহণ করা হবে, এ কথাও বলা হয়েছে। সভায় বক্তব্য উপস্থাপন করেন ফোরামের সংযোজক শংকর দে, ইসকনের শিরোমণি দাস মহারাজ, শিলচর ভোলাগিরি আশ্রমের স্বামী অধ্যক্ষ ভুবনেশ্বরানন্দ গিরি মহারাজ, শিলচর শংকর মঠ ও কর্মাধ্যক্ষ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ, ফোরামের সংযোজক সৌমিত্র দত্তরায়, আকসা উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ, ইউটিডিসি সভাপতি সঞ্জিত দেবনাথ, আইনজীবী ধর্মানন্দ দেব, আমাদের প্রতিশ্রুতির অর্পণ পাল, বিশ্ব হিন্দু মহাসংঘের অসম প্রদেশ সভাপতি সুবীর দত্ত, সাংবাদিক চয়ন ভট্টাচার্য, আইনজীবী দিলীপকুমার দাস, আইনজীবী তুহিনা শর্মা, সমাজকর্মী ইলোরা চক্রবর্তী, সমাজকর্মী লাবনী মুখার্জি ও লক্ষীকান্ত সিংহ, অধ্যাপক নবেন্দু বণিক, প্রাণেশ দে প্রমুখ।