শিলচর রামকৃষ্ণ পাঠচক্রের বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন

শিলচর রামকৃষ্ণ পাঠচক্রের বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন

বরাক তরঙ্গ, ২৩ জানুয়ারি : শ্মশান রোডের দুর্গা মণ্ডপে শিলচর রামকৃষ্ণ পাঠচক্র (সেন্ট্রাল) -এর ৪১ তম বর্ষপূর্তি অনুষ্ঠানের সূচনা করেন সংস্থার সহসভাপতি চম্পালাল রায় ও বীরেন্দ্রকুমার দাস। প্রয়াত সুকুমার বণিক স্মৃতি মঞ্চে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের পর সংস্থার সদস্য হিসাবে যথাক্রমে ফুলেন দেবনাথ ও প্রণবকুমার চৌধুরীকে সম্মাননা প্রদান করা হয়।

রবিবার পুরস্কার বিতরণী সভায় মুখ্য অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন সুরবালা বণিক, তাঁর স্বামী প্রয়াত সুকুমার বণিক স্মৃতি রক্ষার্থে পরিবারের পক্ষ থেকে যথাক্রমে যোগাসন ও বসে আঁকো প্রতিযোগিতা গুলোর পুরস্কার প্রদান করা হয়। যোগাসন প্রতিযোগিতায় মোট ২৬ টি ও বসে আঁকো প্রতিযোগিতায় ১২ টি পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেন সংস্থা সদস্যরা। যোগাসন প্রতিযোগিতায় শ্রেষ্ঠ কৃতিত্ব অর্জনকারী বিবেক চন্দ।

সাংস্কৃতিক অনুষ্ঠানের আমন্ত্রিতশিল্পীদের মধ্যে ছিলেন সুচরিতা চৌধুরী ও যুথিকা দত্ত বণিক এবং সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন শেখর চৌধুরী। সবশেষে “রামকৃষ্ণ শরঃনম” -এর দিয়েই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
প্রতিবেদক : দীপ দেব, শিলচর।

Author

Spread the News