ফের কুম্ভ যাওয়ার পথে দুর্ঘটনা, মৃত ৪

২২ ফেরুয়ারি : ফের কুম্ভ যাওয়ার পথে দুর্ঘটনা। ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল একটি চার চাকা গাড়ি। মৃত্যু হয়েছে বাংলার চার জনের। ঘটনাটি ঘটে ঝাড়খণ্ডের ধানবাদের রাজগঞ্জ থানা এলাকায়। মৃতদের নাম শেখ রাজাবলী (গাড়িচালক), পিয়ালি সাহা, তেমুলি সাহা, পনোবা সাহা। মৃতদের বাড়ি হুগলিতে। জানা গিয়েছে, ট্রাকটি ধাক্কা মারার পর পিছনের একটি গাড়িও এই দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে ধাক্কা মারে। সেই গাড়ির ৬ জনও আহত হন।

ফের কুম্ভ যাওয়ার পথে দুর্ঘটনা, মৃত ৪

Author

Spread the News