চুরাইবাড়িতে পরিত্যক্ত কুয়ো সংস্কার করে উপযোগী করল সর্বধর্ম সমন্বয় সভা

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১২ মার্চ : অসম-ত্রিপুরা সীমান্তবর্তী চুরাইবাড়ি দুবাগ গেইট সংলগ্ন রেল বিভাগের পরিত্যক্ত জলের কুয়ো সংস্কার করে দেওয়া হয় আন্তর্জাতিক সর্বধর্ম সমন্বয় সভার পক্ষ থেকে। কুয়োটি বেশ কয়েক বছর ধরে রেল বিভাগের উদাসীনতায় আগাছা ও কচুরিপানায় ভরে গিয়েছিল। কিছু মানুষ আবার অসতর্কতায় আবর্জনাও ফেলে দিত এই কোয়াতে।

এদিকে, দীর্ঘ খরা ও অনাবৃষ্টির ফলে বৃহত্তর এলাকার মানুষ বিশুদ্ধ পানীয় জলের অভাবে ভুগছেন। এই কথা মাথায় রেখে মানবিক দৃষ্টিকোণ থেকে কুয়োটি সংস্কার করে ব্যবহারের উপযুক্ত করে দেওয়া হয়েছে বলে জানান সর্বধর্ম সমন্বয় সভার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন। কিছু দিনের মধ্যে পাইপ ও টেপের ব্যবস্থাও করে দেওয়া হবে বলে জানান তিনি। কুয়ো সংস্কার কর্মে সহযোগিতায় ছিলেন সমাজকর্মী আব্দুল হক, রেজাউল আহমেদ, জাকির হোসেন, আসরাফুল আহমেদ, সালেহ আহমেদ, ফারুক আহমেদ প্রমুখ।

চুরাইবাড়িতে পরিত্যক্ত কুয়ো সংস্কার করে উপযোগী করল সর্বধর্ম সমন্বয় সভা

Spread the News
error: Content is protected !!