পুড়ছে থাইল্যান্ড, হিটস্ট্রোকে মৃত্যু ৬১ জনের

১১ মে : পর্যটকদের কাছে আকর্ষণীয় থাইল্যান্ডও তীব্র দাবদাহে পুড়ছে। ইতিমধ্যেই তাপমাত্রার পারদ ৪৪ ডিগ্রি ছাড়িয়েছে। পাশাপাশি তীব্র গরমে হিটস্ট্রোকে মৃতের সারি ক্রমশই দীর্ঘ হচ্ছে। শুক্রবার থাইল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, চলতি বছরে এখনও পর্যন্ত দেশটিতে হিটস্ট্রোকে মারা গিয়েছেন ৬১ জন। যে হারে গরম বেড়ে চলেছে তাতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

গত কয়েক বছরেই থাইল্যান্ডে গ্রীষ্ম মরসুমে গরম সাধারণ মানুষের সহ্যশক্তির বাইরে চলে গিয়েছে। গত বছর তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৪৪ দশমিক ৬ ডিগ্রি। ওটাই এখনও পর্যন্ত দেশের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা। গত বছর হিটস্ট্রোকে মারা গিয়েছিলেন ৩৭ জন। কিন্তু গতবারের চেয়েও এবারের পরিস্থিতি ভয়াবহ। গত মার্চ মাস থেকেই দেশটিতে জারি হয়েছে হিট অ্যালার্ট। চলতি বছরে এখনও পর্যন্ত ৬১ জন গরমের বলি হয়েছেন। বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে।

থাইল্যান্ডের সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রক সংস্থার উপপ্রধান আপিচার্ত ভাচিরাফান জানিয়েছেন, এল নিনো এবং জলবায়ু পরিবর্তনের জেরেই চলতি বছর দেশের উপর থেকে টানা ও দীর্ঘ তাপপ্রবাহ বয়ে চলেছে। গরমজনিত অসুস্থতা থেকে রেহাই পেতে রোদে বাইরে না বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে সাধারণ মানুষকে।

Author

Spread the News