“টেক্সট, টেক্সচুয়ালটি এবং টেক্সচুয়াল সমালোচনা” শীর্ষক বক্তৃতা অনুষ্ঠান জিসি কলেজে

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১০ ফেব্রুয়ারি : ‘’টেক্সট, টেক্সচুয়ালটি এবং টেক্সচুয়াল সমালোচনা” শীর্ষক একাদশ বার্ষিক বক্তৃতা অনুষ্ঠিত হল শিলচর গুরুচরণ কলেজে। সোমবার শিলচর গুরুচরণ কলেজের ইংরেজি বিভাগ তাদের একাদশ বার্ষিক বক্তৃতার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ তথা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক পার্থসারথি গুপ্ত। শীর্ষক বক্তৃতায় অধ্যাপক গুপ্ত সাহিত্য সমালোচনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তিনি পাঠ, পাঠ্যসংক্রান্ত তত্ত্ব ও পাঠ সমালোচনার পরিবর্তনশীল পদ্ধতিগুলোর ওপর আলোকপাত করেন।

কলেজের অধ্যক্ষ ড. বিভাস দেব ইংরেজি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রশংসা করেন। ইংরেজি বিভাগের প্রধান ড.পন্থপ্রিয় ধর স্বাগত ভাষণ দেন। তিনি বলেন, “এই বার্ষিক বক্তৃতা সিরিজ গুরুচরণ কলেজের এক গুরুত্বপূর্ণ অ্যাকাডেমিক উদ্যোগ। এটি ছাত্রছাত্রী ও গবেষকদের জন্য সমসাময়িক সাহিত্য বিষয়ক আলোচনায় অংশ নেওয়ার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ তৈরি করে দিয়েছে। অনুষ্ঠানে ড. মেহেদি হাসান চৌধুরী ও শান্তনু স্বরূপ রায়-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শিক্ষক, শিক্ষার্থী এবং সাহিত্যপ্রেমীরা অধিবেশনে অংশ নেন।

"টেক্সট, টেক্সচুয়ালটি এবং টেক্সচুয়াল সমালোচনা" শীর্ষক বক্তৃতা অনুষ্ঠান জিসি কলেজে
"টেক্সট, টেক্সচুয়ালটি এবং টেক্সচুয়াল সমালোচনা" শীর্ষক বক্তৃতা অনুষ্ঠান জিসি কলেজে

Author

Spread the News