সন্ত্রাসবাদ : এবার পাকিস্তানের বিরুদ্ধে মুখ খুলল চিন
১৯ জুলাই : পহেলগাঁওয়ে জঙ্গি হামলার দায় স্বীকার করে নিয়েছে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিসংগঠন লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকে ইতিমধ্যেই আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীর তকমা দিয়েছে আমেরিকা। এবার পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে মুখ খুলল পাকিস্তানের বন্ধু দেশ চিন। চিনা বিদেশমন্ত্রকের তরফে স্পষ্টতই জানিয়ে দেওয়া হয়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে তারা। সন্ত্রাসবাদ দমনে আঞ্চলিক ভিত্তিতে এগিয়ে আসতে হবে সব দেশকে।
শুক্রবার চিনা বিদেশমন্ত্রকের তরফে এক বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয় আঞ্চলিক ভিত্তিতে সন্ত্রাসবাদ বিরোধী সহযোগিতায় সব দেশকে এগিয়ে আসতে হবে। তবে পাকিস্তানের নাম উল্লেখ না করে বেশ রেখেঢেকে প্রতিক্রিয়ায় চিন বলেছে, চিন সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধী। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে যে ঘটনা ঘটেছে তারও তীব্র নিন্দা করে। তাই চিন চায়, সন্ত্রাসবাদ দমনে আঞ্চলিক দেশগুলি যাতে সহযোগিতা এবং যৌথভাবে শান্তি ও সুস্থিতি বজায় রাখার চেষ্টা করে।