থানায় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর হামলা, হত দশ পুলিশ আধিকারিক
৫ ফেব্রুয়ারি : বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর হামলায় চুওয়াধোয়াঁ পুলিশ থানার অন্তত দশ পুলিশকর্মীর মৃত্যু ঘটল। সোমবার ভোরে পাকিস্তানের দেরা ইসমাইল খান জেলার চুওয়াধোয়াঁ পুলিশ থানায় এই হামলা চালায়। প্রায় আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে চলে দুই পক্ষের গুলির লড়াই। এতে ১০ জন পুলিশ আধিকারিক প্রাণ হারিয়েছেন।
জানা গিয়েছে, এদিন ভোরে চুওয়াধোয়াঁ পুলিশ থানায় সশস্ত্র হামলা চালায় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর ৩০ জনের বেশি জঙ্গি। জঙ্গিরা পুরো থানাকে ঘিরে রেখে তিনদিক দিয়ে হামলা চালায় বলে খবর। জঙ্গিদের লক্ষ্য করে পালটা গুলি চালায় থানার পুলিশকর্মীরা। প্রায় আড়াই ঘন্টা ধরে চলে দু’পক্ষের গুলির লড়াই। এদিনের ঘটনায় জঙ্গিদের গুলিতে নিহত হন কমপক্ষে ১০ পুলিশ আধিকারিক।
উল্লেখ্য, পাকিস্তানের পশ্চিমে বালোচিস্তান প্রদেশ এবং উত্তরদিকের খাইবার পাখতুনখোয়া প্রদেশে বিগত দিনে বারবার রক্ত ঝরেছে। বিগত কয়েক দশক ধরেই বালোচিস্তানে বাড়বাড়ন্ত জঙ্গি সংগঠনগুলির। বিগত কয়েকদিন ধরেই উত্তপ্ত পশ্চিম এবং উত্তরপশ্চিম পাকিস্তান। বিচ্ছিনতাবাদী সংগঠনের হামলার পাশাপাশি ইরানের সঙ্গেও সংঘাতে জড়িয়েছিল পাকিস্তানি সেনা। এবার জঙ্গি হামলার ঘটনা ঘটল দেরা ইসমাইল খান জেলার চুওয়াধোয়াঁ পুলিশ থানায়।