লোহার শিক ও সিগারেট দিয়ে নৃশংস অত্যাচার, মৃত্যু কিশোরী পরিচারিকার

৩ নভেম্বর : নৃশংস অত্যাচারের শিকার হয়ে মৃত্যু হল ১৫ বছরের কিশোরী পরিচারিকার। এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে চেন্নাইয়ের এক দম্পতি। দম্পতির শৌচালয় থেকে উদ্ধার হয়েছে ওই পরিচারিকার দেহ। মৃতার শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

ঘটনাটি চেন্নাইয়ের মেহতা নগর এলাকার। ধৃতেরা হলেন মহম্মদ নিশাদ এবং তাঁর স্ত্রী নাসিয়া। তাঁদের বাড়িতে কাজ করত ১৫ বছরের কিশোরী। নিহত কিশোরী আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির। তাঁর বাবাও নেই। মায়ের কথাতেই মেহতা নগরের ওই ফ্ল্যাটে কাজ করতে এসেছিল কিশোরী। কিন্তু সেখানে নিত্যদিনই নৃশংস অত্যাচারের শিকার হতে হত তাঁকে।

পুলিশ জানিয়েছে, কিশোরীর দেহ বাড়িতে ফেলে দম্পতি এক আত্মীয়ের বাড়িতে চলে গিয়েছিলেন। সেখান থেকে আগে তাঁরা উকিলের পরামর্শ নেন। তাঁদের উকিলই পুলিশকে ওই কিশোরীর মৃত্যুর খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে ফ্ল্যাটে ঢোকে। শৌচাগার থেকে কিশোরীর দেহ উদ্ধার করা হয়। কিশোরীর শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। লোহার শিক ও সিগারেট দিয়ে পুড়িয়ে দেওয়ার চিহ্নও পাওয়া গিয়েছে।
খবর : উত্তরবঙ্গ সংবাদ।

লোহার শিক ও সিগারেট দিয়ে নৃশংস অত্যাচার, মৃত্যু কিশোরী পরিচারিকার
লোহার শিক ও সিগারেট দিয়ে নৃশংস অত্যাচার, মৃত্যু কিশোরী পরিচারিকার

Author

Spread the News